Shraddha Kapoor: মেকআপ আর্টিস্টের বিয়েতে কর্মকর্তা হলেন শ্রদ্ধা কপূর
সদ্যই ছিল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরের মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা নাইকের বিয়ে। আর মেকআপ আর্টিস্টের বিয়েতে কর্মকর্তার ভূমিকায় দেখা গেল অভিনেত্রীকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেকআপ আর্টিস্ট শ্রদ্ধা নাইক অভিনেত্রী শ্রদ্ধা কপূরের ঘনিষ্ঠ বন্ধুও বটে। তাই বন্ধুর বিয়েতে হাসিমজায় মেতে উঠতে দেখা গেল অভিনেত্রীকে।
বন্ধুর বিয়েতে ল্যাভেন্ডার রঙের পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা কপূর। আর সকলের মধ্যে নজর কাড়লেন তিনি।
পোশাকের সঙ্গে মানানসই গয়না পরেছিলেন শ্রদ্ধা কপূর। নজর কাড়ছিল অভিনেত্রীর কানের দুল।
গত বারো বছর ধরে মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা নাইকের সঙ্গে বন্ধুত্ব শ্রদ্ধা কপূরের। তাই বন্ধুর বিয়েতে তাঁকে জমিয়ে আনন্দ করতে দেখা যায়।
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরের সম্পর্ক নিয়েও বিভিন্ন সূত্রে নানা কিছু শোনা যায়। সূত্রের খবর, সেলিব্রিটি ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
যদিও রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও কিছু জানানি শ্রদ্ধা। কিন্তু তাঁর বাবা শক্তি কপূর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তাঁদের সঙ্গে রোহনের পারিবারিক সম্পর্ক।
প্রসঙ্গত, শ্রদ্ধা কপূরকে খুব শীঘ্রই দেখা যাবে পরিচালক লভ রঞ্জনের ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর কপূর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -