পাপারাৎজির ক্যামেরায় ধরা সিদ্ধার্থ-কিয়ারার, ফের তুঙ্গে সম্পর্কের জল্পনা
সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবাণীকে এবার দেখা গেল পরিচালক করণ জোহরের বাড়ির পার্টিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই তারকার সম্পর্ক নিয়ে ইতিমধ্যে গুজব ছড়িয়েছে। কিন্তু তা নিয়ে কখনই মুখ খোলেননি তাঁরা। সেই আবহেই তাঁদের ফের দেখা গেল একসঙ্গে।
স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির পরিচালক করণের যমজ সন্তান যশ এবং রুহীর জন্মদিন ছিল গতকাল। সেখানে আমন্ত্রিত ছিলেন একাধিক বলিউড সেলেব। সেই তালিকায় ছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।
সিদ্ধার্থ ও কিয়ারার পাশাপাশি করণের বাড়ির পার্টিতে গিয়েছিলেন হবু মা করিনা কপূর, গৌরি খান, রানি মুখ্যেপাধ্যায়, নেহা ধুপিয়া সহ আরও অনেকে।
করণের বাড়ি থেকে বেরোনোর সময় পাপারাৎজির ক্যামেরায় ধরা দেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিদ্ধার্থর পরনে ছিল গোলাপি রঙের হুডি।
জানা গিয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারাকে এরপর একসঙ্গে দেখা যাবে শেরশাহ ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -