Sushant Singh Rajput Case: সুশান্তের মৃত্যুর পর প্রকাশ্যে মাদকযোগ, জেরার মুখে একাধিক তারকা
ঠিক এক বছর আগের ১৪ জুন না ফেরার দেশে চলে গিয়েছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কীভাবে মৃত্যু হল তরতাজা এক প্রাণের? সেই উত্তর এখনও অধরা। এই মৃত্যুর তদন্তে নামে সিবিআই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে অভিনেতার মৃত্যুর পর আরও একটি বিষয় সামনে আসে, তা হল বলিউডে মাদকযোগ। সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার পর্যন্ত করা হয়। একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীকে এনসিবি-র জেরার মুখেও পড়তে হয়।
অভিনেতার মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুশান্তের পরিবার। এরপরই মাদকযোগেও নাম জড়ায় রিয়ার। এনসিবি-র জেরায় প্রাথমিকভাবে ড্রাগ নিয়ে মুখ খুলতে চাননি। পরে মাদক চাওয়া নিয়ে একাধিক চ্যাট সামনে আসে। এমনকী জেরার মুখে মাদকযোগের বিষয় স্বীকার করে নেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। প্রায় ৪ সপ্তাহের জন্য জেল হেফাজতে থাকতে হয় রিয়াকে।
মাদকযোগের বিষয়টি সামনে আসার পরই নাম জড়ায় অভিনেত্রী সারা আলি খানের। গত বছর সেপ্টেম্বর মাসে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, জেরায় সারা স্বীকার করে নেন কেদারনাথে শুটিংয়ের সময় থেকেই সুশান্ত এবং তাঁর মধ্যে সম্পর্ক তৈরি হয়। ওই শুটিং পর্বেই মাদক নেওয়া হয় বলে জানিয়েছিলেন সারা।
মাদকযোগে নাম উঠে আসে অভিনেত্রী শ্রদ্ধা কপূরের। এনসিবি-র জেরায় শ্রদ্ধা জানান, ছিছোড়ে ছবির শুটিংয়ের সময় ভ্যানিটি ভ্যানে মাদক নিতেন সুশান্ত।
এনসিবি-র তদন্তে সামনে আসে রিয়া এবং রকুলপ্রীত সিংহের মাদক সংক্রান্ত কথোপকথন। জেরায় রকুলপ্রীত জানান, ২০১৮ সালে রিয়ার সঙ্গে ওই চ্যাট হয়েছিল তাঁর।
এই ঘটনায় দীপিকা পাডুকোনের নাম জড়ানোয় অনেকেই খানিকটা অবাক হয়েছিলেন। অভিনেত্রীর ম্যানেজারে করিশ্মার সঙ্গে একটি চ্যাট সামনে আসে। এরপরই এনসিবি দফতরে জেরা করার জন্য ডেকে পাঠানো হয়।
কমেডিয়ান ভারতী সিংহের বাড়িতেও এনসিবি তল্লাশি চালায়। সেখান থেকে মাদক উদ্ধার করেন তদন্তকারীরা। তদন্তকারীদের কাছে তিনি এবং তাঁর স্বামী স্বীকার করে নেন। এরপর তাঁদের গ্রেফতার করা হয়।
বলিউড অভিনেতা অর্জুন রামপাল, মাদক মামলায় নাম জড়িয়েছিল তাঁরও। ৭ ঘণ্টা তাঁকে জেরা করে এনসিবি। কিন্তু এই বিষয়ে তিনি যুক্ত নন বলে তদন্তকারীদের জানিয়েছিলেন অর্জুন।
শুধু অর্জুনই নয়, মাদক মামলায় সামনে এসেছিল অভিনেতার বান্ধবী গাব্রিয়েলার নামও। মাদক মামলায় তাঁকেও জেরা করে এনসিবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -