World Cup 1983: মুম্বইয়ে ৮৩ ছবির প্রমোশনে চাঁদের হাট, কে কে ছিলেন?
চলতি মাসের ২৪ ডিসেম্বর আসতে চলেছে বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ৮৩।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ে সম্প্রতি হয়ে গেল ৮৩- ছবির প্রমোশন। সেখানে যেন ছিল চাঁদের হাট। রিল লাইফের ও রিয়েল লাইফের তারকারা ছিলেন।
৮৩-ছবির মুখ্য চরিত্র অর্থাৎ কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহ। একবারে ভিন্ন লুকসে ধরা দিলেন তিনিও।
প্রমোশনে এসেছিলেন তিরাশির বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বলবিন্দর সিংহ সান্ধু।
এছাড়াও ছিলেন সেই বিশ্বকাপের ভারতীয় দলের আরও ২ প্রধান সদস্য সৈয়দ কিরমানি ও সন্দীপ পাটিল।
অনেক দিন পর দেখা। দীর্ঘক্ষণ আড্ডা মারতে দেখা গেল সন্দীপ পাটিল ও কিরমানিকে।
ছবির বিভিন্ন মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যামি ভির্ক, তাহির রাজ ভাসিন, জিভা সাকিব সালিম, চিরাগ প্যাটেল, দিনকর শর্মা, হার্ডি সান্ধু, নিশান্ত দাহিয়া, সাহিল খট্টর, আদিনাথ কোঠারে, যতীন শর্মা, ধৈর্য করওয়া, আর. বদ্রী ও পঙ্কজ ত্রিপাঠী।
ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহের স্ত্রী দীপিকা পাড়ুকোনকে।
ছবির অন্যতম প্রযোজক হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেই। এছাড়া কবীর খান, বিষ্ণু বর্ধন ইন্দুরী, সাজিদ নাদিয়াদওয়ালা, শীতল বিনোদ তলওয়ার, রিলায়েন্স এন্টারটেনমেন্ট অ্যান্ড ৮৩ ফিল্ম লিমিটেড প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির।
'৮৩' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -