Irrfan Khan Death Anniversary: ৩ বছর পার, 'লাঞ্চ বক্স' খুলে ইরফানকে আজ সবাই চোখে হারাবে আবার
অমিতাভের বিপরীতে দীপিকাকে সঙ্গে নিয়ে অনুপমের সুরে আজও হৃদয় ছোঁয় ইরফান। চোখের চাহনিতে অনেক না বলা কথা বলে যান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২ সালে তিগমাংশু ধুলিয়ার ছবি পান সিং তোমর, সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরষ্কার পেয়েছিল। ছবিতে বংশে ডাকাত দলের তকমা লাগার পরেও ইরফান খান একজন অ্যাথলিটের অভিনয় করেছিলেন।
১৯৬৭ সালে ভারতের জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন ইরফান খান। তবে জীবনসফরের মাঝ পথে এসেই চিরঘুমের দেশে ইরফান খান।
শেক্সপিয়রের ম্যাকবেথ অবলম্বনে মকবুল ছবিটি পরিচালনা করেছিলেন বিশাল ভরদ্বাজ। দেশের এক গ্যাংস্টারের উপপত্নীর প্রেমে পড়ে, নিজে হাতে ছবিতে তিনি তার বসকে হত্যা করেছিলেন।এই ছবি ইরফান খানের অভিনয় প্রশংসা পেয়েছিল।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল তালভার ছবিটি। এই ছবিতেও একজন কঠোর পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
পাশাপাশি ইরফান খানের হিন্দি মিডিয়াম ছবিটিও একটি বড় মেসেজ দেয়। সাকেত চৌধুরীর পরিচালনায় এই ছবিতেও প্রাণবন্ত ইরফান খান।
ইরফান খানের দ্য লাঞ বক্স ছবিটিও মন ছুঁয়ে যায়। মুম্বইয়ের টিফিন পরিষেবার মাঝে যেখানে ভালবাসা নিয়ে একটা সুন্দর সফর।
১৯৮৪ সালে তিনি এনএসডি থেকে পড়াশোনার জন্য বৃত্তি পান।
১৯৮৭ সালে পড়াশোনা শেষ করে মুম্বই চলে আসেন। সেই শুরু সফর।
আজ ইরফান খানের মৃত্যু দিবস। দেখতে দেখতে ইতিমধ্যেই তিন বছর পার হয়েছে। প্রিয় অভিনেতাকে আজ বেশি করে ফিরে দেখবে অনুরাগীর দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -