Jaya Bachchan Birthday: আজ জন্মদিন জয়া বচ্চনের, ফিরে দেখা পর্দায় অমিতাভের সঙ্গে রসায়ন
২০২২-এ এসেও বলিউডের ‘ফার্স্ট লেডি’ জয়া বচ্চন। আজ তাঁর জন্মদিন। অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিষেক বচ্চনের মা এবং ঐশ্বর্য রাই বচ্চনের শাশুড়িকে। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত শতাব্দীর ৬-এর দশকের শেষদিকে এফটিআইআই-এ অমিতাভের সঙ্গে আলাপ হয় জয়ার। সেই থেকে তাঁদের সম্পর্কের শুরু, যা এখনও অটুট। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
বলিউডে অমিতাভ-জয়ার প্রথম ছবি হওয়ার কথা ছিল ‘গুড্ডি’। এই ছবিতে সই করেন অমিতাভ। কিন্তু পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায় একজন নতুন মুখ খুঁজছিলেন। তাই শমিত ভঞ্জকে নেওয়া হয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
অমিতাভ-জয়ার প্রথম ছবি ‘বংশী বিরজু’। ১৯৭২ সালে মুক্তি পায় ছবিটি। একই বছরে তাঁদের আরও একটি ছবি ‘এক নজর’ মুক্তি পায়। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
১৯৭৩ সালে মুক্তি পায় ‘জঞ্জির’। এরপর আর অমিতাভকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। এই ছবিতেও তাঁর বিপরীতে ছিলেন জয়া। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
অমিতাভ-জয়ার কেরিয়ারের অন্যতম বিখ্যাত ছবি ‘অভিমান’। এই ছবি চলাকালীনই তাঁদের বিয়ে হয়। ছবিটির শেষ দৃশ্যের শ্যুটিং হয় তাঁদের বিয়ের পর। ছবিটি প্রচণ্ড জনপ্রিয় হয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
জয়ার কেরিয়ারের আরও একটি বিখ্যাত ছবি ‘মিলি’। ১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পায় ছবিটি। এই ছবিটির গানগুলিও বিখ্যাত হয়। পর্দায় অমিতাভ-জয়ার রসায়ন দর্শকদের পছন্দ হয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
১৯৭৫ সালেই মুক্তি পায় ‘শোলে’। রমেশ সিপ্পির এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয়। এই ছবিতে আমজাদ খানের পাশাপাশি অমিতাভ-জয়া, ধর্মেন্দ্র-হেমা মালিনীর অভিনয়ও নজর কেড়ে নেয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে যখন দেশজুড়ে গুঞ্জন, তখনই মুক্তি পায় ‘সিলসিলা’। এই ছবিতেও বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখানো হয়েছিল। জয়ার অভিনয় নজর কেড়ে নেয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
২০০১ সালে মুক্তি পায় ‘কভি খুশি কভি গম’। এই ছবিতেও একসঙ্গে দেখা যায় অমিতাভ-জয়াকে। ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পায়। ছবি সৌজন্যে https://www.instagram.com/amitabhbachchan/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -