Entertainment:শুরু হল 'দ্য জোকার'-র সিক্যুয়েল তৈরি! কেমন লাগছে অভিনেতাকে?
'আর্থার ফ্লেক'-র ভূমিকায় হোয়াকিন ফিনিক্সের অস্কারজয়ী অভিনয় নিশ্চয়ই ভোলেননি? এবার সেই 'দ্য জোকার'-রই সিক্যুয়েল তৈরির কাজ শুরু হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'জোকার: ফলি আ দ্যু' শীর্ষক এই ছবিতে হোয়াকিনের উল্টো দিকে দেখা যাওয়ার কথা লেডি গাগাকে।
২০২৪ সালের ৯ অক্টোবর 'জোকার: ফলি আ দ্যু' মুক্তি পাওয়ার কথা।
সিক্যুয়েলের গল্প নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ পুরো টিমের। তবে যতটুকু যা শোনা যাচ্ছে, তাতে গল্পের শুরুতেই দেখা যাবে আর্থার ফ্লেককে মানসিক হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
এই জায়গায় 'হারলে ফ্লিন' চরিত্রে লেডি গাগার ভূমিকা ঠিক কী হবে, সেটা স্পষ্ট নয়।
তার আগে ছবির নির্মাণ প্রক্রিয়া শুরু হতেই হোয়াকিন ফিনিক্সের ছবি তোলপাড় ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
কমেন্ট করেছেন অভিনেতার বোন রেন ফিনিক্স-ও। 'শকড' ইমোটিকন দিয়েছেন রেন। ফার্স্ট লুকেই এমন হইচই? কী প্রতিক্রিয়া হবে ছবি মুক্তির পর? ধৈর্যের পরীক্ষা ভক্তদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -