Kanchan-Sreemoyee: লুকোচুরি নেই.. ফিল্মি পার্টি থেকে শুরু করে পুজো-বাড়ি, পাশাপাশি কাঞ্চন-শ্রীময়ী
ফিল্মি পার্টি থেকে শুরু করে পুজো বাড়ি... সবসময়েই পাশাপাশি দেখা যায় অভিনেত্রী ও বিধায়ককে। কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য জগদ্ধাত্রী পুজোতেও একসঙ্গে দেখা গেল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছেন তাঁরা।
কালীপুজোর সময় নিজের বাড়িতেই পুজোর আয়োজন করেছিলেন কাঞ্চন। সেখানে তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে হাজির ছিলেন শ্রীময়ীও। কাঞ্চনের বাড়ির সেই পুজোর গুরুদায়িত্ব পালন করেছেন তিনি।
জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না.. সবই সামলেছেন শ্রীময়ী। আর এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বাড়ির জগদ্ধাত্রী পূজোয় হাজির ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী।
এর পরে, ইন্দ্রাণী দত্তর বাড়ির পুজোতেও গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে শেয়ার করে নিয়েছিলেন ছবি।
সম্পর্কে শিলমোহর না দিলেও সবসময়েই পাশাপাশি দেখা যায় কাঞ্চন ও শ্রীময়ীকে। জনসমক্ষে একসঙ্গে আসতে কখনোই দ্বিধাবোধ করেননি তাঁরা। অন্যদিকে, কাঞ্চন ও তাঁর স্ত্রীর বিচ্ছেদের মামলাও কোর্টের বিচারাধীন।
শুধু বিচ্ছেদের মামলা নয়, ছেলের কাস্টার্ডি চেয়েও মামলা করেছেন কাঞ্চন। তাঁর অভিযোগ, ছেলের সঙ্গে তাঁকে দেখা করতে দেন না স্ত্রী। সেই মামলা কোর্টে চলছে।
কাঞ্চনের কোনও অনুষ্ঠানেই দেখা যায় না পিঙ্কি ও তাঁর পুত্রকে। তবে সমস্ত অনুষ্ঠানেই কাঞ্চনের পাশে দেখা যায় শ্রীময়ীকে। যদিও তিনি চিরকালই কাঞ্চনকে নিজের জীবনের অন্যতম পথপ্রদর্শক হিসেবেই বলেছেন জনসমক্ষে।
সদ্য, ধারাবাহিক কমলা ও 'শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে একসঙ্গে কাজ করছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। সদ্য শেষ হয়েছে সেই ধারাবাহিক। সেখানে এবার আসবে নতুন ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ দিনের একগুচ্ছ ছবি পোস্ট করে স্মৃতিচারণা করেছেন শ্রীময়ী। সেখানে ছবি ছিল কাঞ্চনের সঙ্গেও। অন্যদিকে রাজনীতির কাজ সামলেও অভিনয় করে চলেছেন কাঞ্চন।
সদ্য 'রক্তবীজ' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ওয়েব সিরিজ 'পেত্নী'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন। অন্যদিকে, ধারাবাহিকের কাজও করে চলেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -