Kangana Ranaut: স্বাধীনতার মন্তব্য ভুল প্রমাণিত হলে পদ্মশ্রী ফিরিয়ে দেব, সোশালে বিস্ফোরক কঙ্গনা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। শিবসেনা থেকে দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল পর্যন্ত দাবি করেছে অভিনেত্রীর পদ্মশ্রী কেড়ে নেওয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রেক্ষাপটে সোশালে ফের বিস্ফোরক কঙ্গনা। সাফ জানিয়ে দিয়েছেন তিনি যে মন্তব্য করেছেন তা ভুল প্রমাণিত হলে পদ্মশ্রী ফিরিয়ে দেবেন তিনি।
গত শনিবার ইনস্টাগ্রামে অভিনেত্রী জানান, তিনি পদ্মশ্রী ফিরিয়ে দিতে প্রস্তুত। যদিও সেজন্য নির্দিষ্ট শর্ত রয়েছে।
ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, ১৮৫৭ সালেই প্রথমবার দেশ স্বাধীনতার জন্য একজোট হয়েছিল। সেই সঙ্গে সুভাষচন্দ্র বসু, রানি লক্ষ্মী বাঈ ও বীর সাভারকরের কথাও জানিয়েছিলাম আমি। ১৮৫৭ সালের কথা আমি জানি। কিন্তু ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল, তা আমি জানি না।
এরপরই অভিনেত্রী বলেন, যদি কেউ তা আমার নজরে আনতে পারেন তাহলে আমি আমার পদ্মশ্রী ফিরিয়ে দেব। ক্ষমাও চাইব। দয়া করে আমাকে এবিষয়ে সাহায্য করুন।”
প্রসঙ্গত, এক টেলিভিশন সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছিলেন, ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছিল ২০১৪ সালে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছিলেন। ১৯৪৭ সালে দেশ স্বাধীনতা পায়নি। ওটা ছিল ভিক্ষা।
এই মন্তব্যের বিরোধিতা করে সম্প্রতি দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিও দিয়েছেন। অভিনেত্রীর পদ্মশ্রী কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
পাশাপাশি দেশদ্রোহের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পক্ষেও সওয়াল করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -