KIFF 2022: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত
বাংলা সিনেমার সঙ্গে যোগ অর্থনীতিরও। চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বাংলা সিনেমায় বিনিয়োগের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছরের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন সত্যজিৎ রায়ের স্মরণে মোড়া। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই 'অরণ্যের দিনরাত্রি' ছবির প্রদর্শন দিয়ে শুরু হল এই বছরের চলচ্চিত্র উৎসব। সত্যজিৎ রায়ের পোস্টারে সেজে উঠেছে নন্দন চত্বর।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সন্দীপ রায়ের কথায় উঠে এল শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সঙ্গের পুরনো স্মৃতি।
শুরু হল ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। ১ মে পর্যন্ত চলবে এই উৎসব। রবিবার সন্ধে ৬টায় রবীন্দ্রসদনে হবে উৎসবের সমাপ্তি অনুষ্ঠান।
'আমি মানিকদার ভক্ত ছিলাম, ভক্ত আছি, ভক্ত থাকব'। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বাংলায় এমনটাই বললেন 'বিহারিবাবু' শত্রুঘ্ন সিনহা। সোমবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন চলচ্চিত্র উৎসবের। সেখানেই বিশেষ অতিথি ছিলেন শত্রুঘ্ন সিনহা।
বলিউডের দাপুটে অভিনেতা শত্রুঘ্ন রাজনীতির ময়দানেও রয়েছেন দীর্ঘদিন। প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা সদ্য আসানসোল থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ফের সংসদে ফিরেছেন। মঞ্চ থেকেই আসানসোলের দায়িত্ব দেওয়ার জন্যে মমতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তৃণমূল সাংসদ।
সোমবার উদ্বোধন হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের প্রায় সব তারকা-অভিনেতা। উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই।
বাংলার সিনেমা শিল্পের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সিনেমা শিল্প ঘিরে অর্থনীতি তৈরি হয়। বাংলার অর্থনীতিতে অবদান রয়েছে এই শিল্পক্ষেত্রের।'
তিনি আরও বলেন যে বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে। রাজ্যে প্রতিভার কোনও কমতি নেই। বাংলায় প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। পাহাড়, সমুদ্র, জঙ্গল-সব রয়েছে। বাংলায় সিনেমা শিল্পের উন্নতির বহু সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, 'বাংলার চলচ্চিত্র বিশ্বের মধ্যে সেরা।'
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিনিয়োগের ডাকও দেন মুখ্য়মন্ত্রী। বাংলার টেলিশিল্প এবং সিনেমা শিল্পে বহু সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই শিল্পে বিনিয়োগ করার ডাক দেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথি শত্রুঘ্ন সিনহার উদ্দেশ্যেও বার্তা দেন তিনি। বলিউডের সঙ্গে কথা বলার বার্তাও দেন তিনি।
এতদিন বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে সিনেমা শিল্পক্ষেত্রকে ডাকা হয়নি। এবার থেকে তা আর হবে না। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেও সিনেমা শিল্পক্ষেত্রকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনই মঞ্চ থেকে তিনি বলেন, আগামী বছর হতে চলা বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বাংলার সিনেমা শিল্প এবং টেলিশিল্পকে।
এবারের চলচ্চিত্র উৎসবে পার্টনার কান্ট্রি (Partner Country) ফিনল্যান্ড (Finland)। সেদেশের সাতটি সিনেমা এসেছে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে।
এদিন শত্রুঘ্নর বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলার কথা। সিনেমার সঙ্গে যুক্ত বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের কথা। তিনি জানান, বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো। সন্দীপ রায়, গৌতম ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো। অভিনেতা-সাংসদ বলেন, 'আমি জীবনে আড়াইশোটা বা তারও বেশি সিনেমা করেছি। কিন্তু সবচেয়ে বেশি শিক্ষণীয় হিসেবে যদি বলা যায় তাহলে আমি বলব সেই সিনেমা হল গৌতম ঘোষের সঙ্গে করা অন্তর্জলী যাত্রা।' সিনেমার জগতে বাঙালি চিত্রপরিচালক ও অভিনেতাদের অবদান নিয়ে বারবার প্রশংসার কথা উঠে এসেছে তাঁরা বক্তব্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -