Kishore Kumar Birthday: অনবদ্য সৃষ্টি, অথচ তেমন জনপ্রিয় হয়নি, কিশোর কুমারের কণ্ঠে এই গানগুলি শুনেছেন কি!
সাধারণ শ্রোতা তো বটেই, নামীদামি শিল্পীদের মনেও অমর হয়ে রয়েছেন তিনি। কেউ কেউ আবার আস্ত গানই গেয়ে ফেলেছেন তাঁকে নিয়ে। আজ সেই প্রবাদপ্রতিম শিল্পী কিশোর কুমারের জন্মদিন। আজও মুখে মুখে ফেরে তাঁর গাওয়া গান। কিন্তু শিল্পীর গাওয়া এমন কিছু গান রয়েছে, যা তেমন জনপ্রিয় নন। দেখে নিন সেই তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতথাকথিত সঙ্গীতশিক্ষা হয়নি তাঁর। কিন্তু ‘মেহবুবা’ ছবিতে কিশোর কুমারের গলায় ‘মেরে নয়না, সাওন ভাদো’ শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকরও। লতার গলাতেও এই গানের একটি ভার্সন রয়েছে।
‘কথা’ ছবিতে কিশোরের গাওয়া ‘ম্যায়নে তুমসে কুছ নহি মাঙ্গা’ গানটি একবার শুনলে ভুলতে পারবেন না। রাজকমলের সুরে অনবদ্য শিল্পী।
‘দর্দ’ ছবির ‘অ্যায়সি হাসিন চাঁদনি’ গানটি না শুনে থাকলে আজই শুনে ফেলুন। স্বয়ং খইয়মের সুর। মনে গেঁথে থাকবে।
ছবির নাম ‘কাশ’। অভিনয়ে জ্যাকি শ্রফ, ডিম্পল কাপাডিয়া। রাজেশ রোশনের সুরে কিশোরের গাওয়া ‘বাদ মুদ্দত কে হম তুম মিলে’ বুকে মোচড় ধরাবে।
রাহুল দেব বর্মন এবং কিশোরের জুটি। ‘হরজাই’ ছবির ‘কভি পলকোঁ পে আঁসু হ্যায়’ শুনে ফেলুন আজই। জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করবেন।
অভিনয়ে শশী কপূর, জিনত আমান। ছবির নাম ‘দিওয়াঙ্গি’। শচীন দেব বর্মনের সুরে, কিশোরের কণ্ঠে ‘চল সপনো কে শহর মেঁ’ শুনলে ভুলতে পারবেন না।
রোম্যান্টিক গান কিশোরের চেয়ে ভাল আর কে বা গাইতে পারেন! বিতর্ক শুরুর আগে ‘মিস্টার এক্স ইন বম্বে’ ছবির ‘খুবসুরত হাসিনা’ গানটি শুনে ফেলুন। এই গানের অনুকরণে পরে ‘বাজিগর’ ছবির ‘অ্যায় মেরে হমসফর’ গানটি তৈরি হয়।
গানের কথা লিখেছেন স্বয়ং গুলজার। সুরকার রাহুল দেব বর্মন। আর কণ্ঠ কিশোর কুমারের। ‘নমকিন’ ছবির ‘রাহ পে রহতে হ্যায় ইয়াদোঁ পে বসর করতে’ গানটি না শুনলেই নয়।
একই সঙ্গে গুলজার এবং সলিল চৌধুরী। আর কণ্ঠ কিশোর কুমারের। ‘মেরে অপনে’ ছবির ‘কোয়ি হোতা জিসকো অপনা কহে লেতে’ গানটি শুনে ফেলুন। কিশোরের জনপ্রিয় গানের তালিকায় অবশ্যই এই গানটি রাখা উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -