Rani Mukherji Unknown Facts: বিয়ের আগে পর্যন্ত গোপন রেখেছিলেন প্রেম, রানির প্রথম নায়ক কে জানেন?
লম্বা সময় ধরে তিনি রাজত্ব করেছেন রুপোলি পর্দায়। মন জয় করেছে নিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষের। আজ জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji)-র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪৩ পূর্ণ করলেন রানি। তাঁর পরিবারের প্রায় সবাই যুক্ত অভিনয় জগতের সঙ্গে। কিন্তু খোদ রানি মুখোপাধ্যায়ের কতটা স্বপ্ন ছিল বলিউড নায়িকা হওয়ার? আজ, জেনে নেওয়া যাক বলিউডের 'রানি'-কে নিয়ে অজানা কিছু গল্প।
তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত।
কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই।
রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল 'বিয়ের ফুল'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি।
তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি।
কেবল অভিনয় নয়, অনেকেই জানেন না, রানি মুখোপাধ্যায় একটি প্রশিক্ষিত ওড়িশি নৃত্যশিল্পী। প্রায় এক দশক ধরে নাচ শিখেছেন তিনি। ভীষণ ভালও বাসতেন এই শিল্পকে।
তবে নাচকে পেশা হিসেবে নেওয়ার কথা অবশ্য কখনোই ভাবেননি রানি। তাঁর ইচ্ছা ছিল, অন্যদিকে নিজের কেরিয়ারকে গড়ে তোলার।
কী ভাবছেন? ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি? নাহ... অনেকেই জানেন না, কেবল নাচ নয়, অভিনয়েও বিন্দুমাত্র আকর্ষণ ছিল না রানির। ফিল্মি পরিবারের মেয়ে হয়েও, রানি চেয়েছিলেন একজন ইন্টিরিয়ার ডিজ়াইনার হতে চেয়েছিলেন। তবে তাঁর ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ক্যামেরার সামনে কাজ করার পরেই ক্যামেরাকে ভালবেসে ফেলেছিলেন রানি।
রানি যেন সবদিক থেকেই অন্যরকম। যখন অন্যান্য নায়ক-নায়িকারা তাঁদের প্রেমিক-প্রেমিকাদের সঙ্গে নিয়ে আসেন বিভিন্ন ফিল্মি পার্টিতে, সেই দলে গা ভাসাননি রানি। আদিত্য চোপড়ার সঙ্গে প্রেম করেই বিয়ে হয়েছিল রানির। ২০১৪ সালে ইতালিতে ঘনিষ্ঠ ব্যক্তি ও বন্ধুদের নিয়ে বিবাহ সম্পন্ন করেছিলেন রানি ও আদিত্য। নিজেদের প্রেম, সম্পর্ক সব কিছু নিয়েই ভীষণ সতর্ক ছিলেন রাখি ও আদিত্য। বিয়ের পরে তাঁদের সম্পর্কের খবরে সিলমোহর পড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -