Koel Mallick: ছোটবেলায় বাবার চালানো রেডিওয় ঘুম ভাঙত, মহালয়া আমার কাছে নস্ট্যালজিয়া: কোয়েল
অশুভর বিনাশ করবে শুভ শক্তি। দেবী দুর্গার হাতে পরাস্ত হবে মহিষাসুর। মহালয়ায় মহামায়ার চিরন্তন কাহিনি নিয়েই বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টার জলসায় পর্দায় মহালয়ার ভোরে দুর্গা হিসেবে দেখা যাবে কোয়েলকে। এর আগেও অবশ্য একাধিকবার দুর্গার বেশে দেখা গিয়েছে কোয়েলকে।
মহালয়া মানেই নস্ট্যালজিয়া। কোয়েল বলছেন, 'বাবা রেডিওতে মহালয়া চালিয়ে দিতেন। সেই মহালয়া শুনেই ঘুম ভাঙত। সে একটা অদ্ভুত অভিজ্ঞতা।'
কোয়েল বলছেন, 'সেই ঘুম ঘুম চোখে উঠে মহালয়া শোনা। তারপরে টিভিতে দেখা। এখনও মহালয়ার কথা আসলে যেন ছোটবেলায় ফিরে যাই।'
কোয়েল বলছেন, 'এবারের মহালয়ার অনুষ্ঠানটা আরও বেশি স্পেশাল কারণ শেষ যুদ্ধে ভিএফএক্সের ব্যবহার হয়েছে। আশা করি মানুষের ভাল লাগবে।'
এর আগে একাধিকবার কোয়েল বলেছেন যে তিনি দুর্গার চরিত্রে অভিনয় করার সময় প্রত্যেকবার নতুন করে একটা শক্তি অনুভব করেন। ওই সাজগোজের পরেই নাকি নিজের মধ্যে সেই শক্তি অনুভব করেন তিনি।
এই অনুষ্ঠানের নাম 'রণং দেহী'। সন্দীপ্তা আর মধুমিতাকে দেখা গিয়েছে একেবারে অন্য লুকে।
সাধারণ ছোটপর্দার নায়িকারা প্রত্যেক বছরই মহালয়ার অনুষ্ঠান থাকেন। তবে এবার মুখ্যভূমিকায় থাকবেন পর্দার নায়িকারাই।
অন্যদিকে, সদ্য মিতিন মাসির শ্যুটিং শেষ করেছিলেন কোয়েল। তবে এই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
কোয়েলের নিজের বাড়িতে পুজো হয়। এই বছর ১০০ বছরে পদার্পণ করছে মল্লিক বাড়ির পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -