Konkona Sen Sharma birthday: কোন কোন ছবির জন্য কঙ্কনা সেনশর্মাকে মনে রাখবে দর্শক?
আজ জন্মদিন জনপ্রিয় অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। শুধু অপর্ণা সেনের মেয়ে হিসেবেই তিনি পরিচিত নন। অভিনয় জগতে দক্ষতার সঙ্গে পারফর্ম করে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন কঙ্কনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনয় কেরিয়ার শিশুশিল্পী দিয়ে শুরু হলেও কঙ্কনা সেনশর্মাকে বহু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এর সঙ্গে নিজের ঝুলিতে ভরেছেন একাধিক পুরস্কারও।
অনুরাগীরা তো বটেই, সমালোচকরাও বহু ক্ষেত্রেই কঙ্কনা সেনশর্মাকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে মেনে নিয়েছেন। বহু ছবিতে তিনি তাঁর অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন।
'ইন্দিরা' ছবিতে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ হয় কঙ্কনার। মুখ্য চরিত্রে তাঁর আত্মপ্রকাশ হয় 'এক যে আছে কন্য়া' ছবি দিয়ে।
যদিও তিনি লাইমলাইটে আসেন 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার' ছবি দিয়ে। ছবিটি পরিচালনা করেছিলেন অপর্ণা সেন। এই ছবির জন্য তিনি পুরস্কৃতও হন।
'পেজ থ্রি' ছবিতে কঙ্কনা সেনশর্মার অভিনয়ও দাগ কাটে দর্শকের মনে। এই ছবিতে অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী।
'ওমকারা', 'লাইফ ইন আ মেট্রো', এই দুই ছবিতে অভিনয় করে বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেসের পুরস্কারও জিতে নেন।
বাংলার দর্শক তাঁকে আরও একটু বেশি করে মনে রেখেছে 'গয়নার বাক্স' ছবির জন্য। জনপ্রিয় এই ছবিও পরিচালনা করেন অপর্ণা সেন।
মা অপর্ণা সেনের মতো অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকাচ্ছেন অভিনেত্রী। 'এ ডেথ ইন দ্য গুঞ্জ' ছবি দিয়ে পরিচালনা শুরু করেন কঙ্কনা সেনশর্মা।
'লিপস্টিক আন্ডার মাই বুরখা' ছবিতে অভিনয় করেও প্রশংসিত হন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -