‘Krrish’: অভিনয় করেছিলেন হৃত্বিকের ছোটবেলার চরিত্রে, এখন নামী চোখের ডাক্তার, চেনেন এই সার্জনকে?
২০০৬ সালের বক্স অফিস সফল ছবি 'কৃষ'। হৃত্বিক রোশন অভিনীত সেই ছবির এক বিশেষ চরিত্র এখন বেশ চর্চায় সোশ্যাল মিডিয়ায়। সিনেমায় তাঁর ছোটবেলার চরিত্রে কে অভিনয় করেছিলেন মনে আছে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কৃষ' ছবিতে হৃত্বিকের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন মিকি ধামিজানি। আকর্ষণীয় বিষয় হল তিনি অভিনয় ছেড়ে এখন পেশায় চিকিৎসক।
চোখের ডাক্তার হিসেবে রীতিমতো নামডাক রয়েছে মিকির। একইসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয়। প্রায়ই তাঁকে চোখ সংক্রান্ত নানা ধরনে পরামর্শ সমেত ভিডিও পোস্ট করতে দেখা যায়।
তবে একটি ভিডিওয় নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন মিকি। একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা-চিকিৎসক লেখেন, 'দেখা যাক কে আমাকে আগেও দেখেছেন? নিঃসন্দেহে, আপনিই!'
ক্যাপশন পড়ে পরিষ্কার যে মিকিকে প্রায়ই তাঁর একাধিক অনুরাগী বা রোগীরা জিজ্ঞেস করে থাকেন যে তাঁকে আগে কোথায় দেখা গেছে, বা কেন এত চেনা চেনা লাগছে তাঁকে।
একটি ভিডিও পোস্ট করে মিকি ধামিজানি একবার লেখেন, 'শিশু অভিনেতা থেকে চোখের সার্জন হয়ে ওঠার আমার যে সফর তা দারুণ বললেও কম বলা হবে।'
'আমার অভিনয়ের দিনগুলির শিক্ষা চোখের যত্নের ক্ষেত্রে আমার কাজকে অনুপ্রাণিত করে, এবং আমি এই অনন্য পথের প্রতিটি পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। আমি এখন আপনার চোখের যত্নে সুপারহিরো হতে পারি।'
তবে কেবল 'কৃষ'-এই নয়, মিকি কাজ করেছেন 'অ্যায়তবার', 'ঢাই অক্ষর প্রেম কে' এবং জনপ্রিয় 'কোই মিল গয়া...' ছবিতেও। তবে এখন তিনি অভিনয় ছেড়ে মানুষের চোখের যত্নে নিজেকে নিয়োজিত করেছেন।
২০০৩ সালের 'কোই মিল গয়া...' ছবির পর তৈরি হয় 'কৃষ' ফ্র্যাঞ্চাইজি। ২০০৬ সালের 'কৃষ' ছবিতে বাবা ও ছেলে, দুই চরিত্রেই অভিনয় করেছিলেন হৃত্বিক।
ছবির পরিচালক ও প্রযোজক, দুইই রাকেশ রোশন। সিরিজের দ্বিতীয় এই ছবিতে অভিনয় করেছিলেন রেখা, নাসিরুদ্দিন শাহ্, প্রিয়ঙ্কা চোপড়া প্রমুখ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -