'বাড়ির লক্ষ্মী' মা আর দিদির সঙ্গে পুজোর আয়োজন, ছবি ভাগ করে নিলেন ঋতাভরী
বাড়িতেই ছোট্ট লক্ষ্মীপুজোর আয়োজন। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা শতরূপা সান্যাল ও দিদি চিত্রাঙ্গদার সঙ্গে হাত মিলিয়ে পুজোয় সমস্ত আয়োজন করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কোজাগরী লক্ষ্মীপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
ছবির কোলাজে ধরা পড়ে মা, দিদি ও পরিবারের সঙ্গে কাটানো ঋতাভরীর মিষ্টি মুহূর্ত।
সোশ্যাল মিডিয়ায় লেখা ঋতাভরীর ছোট্ট ক্যাপশান মন ছুঁয়ে যায়। 'এফআইআর' অভিনেত্রী লিখছেন, 'মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা'। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন লক্ষ্মীপুজো ও আমার পুজো।
দিদি চিত্রাঙ্গদার সঙ্গে সেলফিও ভাগ করে নেন ঋতাভরী।
ঋতাভরী বার বার নিজের জীবনে তাঁর মায়ের অবদানের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর অভিনয় থেকে শুরু করে পড়াশোনার জগৎ, সবকিছুতেই তাঁর সাপোর্ট সিস্টেম মা।
হলুদ শাড়ির সঙ্গে নাকে নথ, ভারী গয়না। খোলা চুলে যথারীতি অপরূপা ঋতাভরী চক্রবর্তী। তাঁর বাড়ির 'লক্ষ্মী'দের সঙ্গে ভাগ করে নিলেন এই ছবি
লক্ষ্মী প্রতিমাকে বেশ অন্যরকমভাবে সাজিয়েছিলেন ঋতাভরী। প্রতিমাসজ্জাতেও ছিল সৃজনশীলতার ছোঁয়া
নজর কাড়ে দেবীপ্রতিমার বিশেষ গয়নাও।
ঋতাভরীর পোস্টে তাঁকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। অন্যান্য সমস্ত তারকাদের মধ্যেও ঋতাভরীর নারীবাহিনীর আয়োজন করা লক্ষ্মীপুজো নজর কাড়ল নেটিজেনদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -