Maanayata Dutt Birthday: কঠিন সময় থেকে হাসিমাখা মুহূর্ত, স্বামীর পাশেই তিনি, আজ সঞ্জয়-পত্নী নম্রতার ৪৩তম জন্মদিন
কঠিন সময় থেকে হাসি মাখা মুহূর্ত। সব সময় তিনি স্বামীর পাশে। আজ সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের ৪৩তম জন্মদিন। গোয়ায় ২০০৮ সালে বিয়ে সারেন সঞ্জয় এবং নম্রতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঞ্জয় দত্তের থেকে ১৯ বছরের ছোট মান্যতা। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে হয় তাঁদের।
সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী নম্রতা। তাঁদের যমজ সন্তানও রয়েছে।
সঞ্জয় দত্তের সঙ্গে বিয়ের আগে ছবিতে অভিনয়ও করেছেন মান্যতা।
২০০৮ সালে কমল আর খানের ছবি দেশদ্রোহি ছবিতে অভিনয় করেন মান্যতা। ২০০৩ সালে অভিনয় করেছেন গঙ্গাজল ছবিতে।
দুবাইতে মুসলিম পরিবারে জন্ম নম্রতার। বড় হয়েছেন দুবাইতেই। অভিনয়ের পাশাপাশি গানও করতেন তিনি।
অভিনয়ের সুবাদেই পরিচয় সঞ্জয় এবং মান্যতার। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীকালে সম্পর্ক হয় তাঁদের। এরপর বিয়ে করেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -