Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Shah Rukh Khan-Madhuri Dixit: শাহরুখকে 'দিল তো পাগল হ্যায়' ছবিতে অভিনয় করতে রাজি করিয়েছিলেন মাধুরীই! জানেন কেন?
তিনি মাধুরী দিক্ষীত (Madhuri Dixit)। তাঁর হাসি, নাচের ছন্দ... সবই যেন প্রাণ ঢালে সিনেমায়। তবে জানেন কি, এই মাধুরীকেই নাকি তাঁর সঙ্গে একটি ছবিতে অভিনয় করার জন্য রাজি করাতে হয়েছিল শাহরুখ খানকে (Shah Rukh Khan)-কে!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য একটি সাক্ষাৎকার দিতে এসে সেই গল্প করেছেন মাধুরী। 'দিল তো পাগল হ্যায়' ছবিতে অভিনয় করার জন্য শাহরুখকে রাজি করিয়েছিলেন মাধুরী।
'দিল ও পাগল হ্যায়' ছবিটির আগে 'অঞ্জাম' ও 'কয়লা' ছবিটিতে কাজ করে ফেলেছেন মাধুরী। তবে তৃতীয় ছবিটি ছিল বেশ কিছুটা আলাদা।
'কয়লা' ছবিটিতে অভিনয় করতে করতে শাহরুখকে মাধুরী বলেছিলেন, 'আমাদের মনে হয় আমাদের এবার একটা রোমান্টিক ছবিতে অভিনয় করা উচিত।'
মাধুরী বলেছিলেন 'শাহরুখের সঙ্গে ছবি বলতে তার আগেই ছিল হয় মারামারি করছি নাহলে নোংরা কাপড়ে দৌড়চ্ছি। কোনও প্রেমের দৃশ্য নেই'
মাধুরী তাই চেয়েছিলেন শাহরুখের সঙ্গে এমন একটি ছবি করতে যেখানে তিনি সাজগোজ করতে পারবেন। সুন্দর রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে পারবেন।
মাধুরীর কথায় রাজি হন শাহরুখ। তারপরেই শ্যুটিং হয় 'দিল তো পাগল হ্যায়' ছবির।
শাহরুখ ও মাধুরী একসঙ্গে মিলে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। 'দিল তো পাগল হ্যায়' তার মধ্যে অন্যতম।
মাধুরীকে শেষবার দেখা গিয়েছে 'ভুলভুলাইয়া ৩' ছবিতে। এই ছবিতে ছিলেন বিদ্যা বালন, কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি।
এই ছবিতে মাধুরীর অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিতে কেবল অভিনয় নয়, রয়েছে মাধুরীর নাচের দৃশ্যও। তাতে মুগ্ধ হয়েছেন দর্শক।
আগামীকে একাধিক কাজে দেখা যাবে মাধুরীকে। চলছে তারই প্রস্তুতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -