Mimi Chakraborty Birthday: মডেল থেকে সাংসদ! জন্মদিনে ফিরে দেখা মিমির যাত্রা
১১ ফেব্রুয়ারি ১৯৮৯। জলপাইগুড়িতে জন্ম নেন অভিনেত্রী-গায়িকা-সাংসদ মিমি চক্রবর্তী। তবে ছোটবেলা কাটিয়েছেন অরুণাচল প্রদেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ তাঁর ৩৩ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়া ভরেছে শুভেচ্ছাবার্তায়। রইল অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।
পেশাগত জীবনে মিমি পা রাখেন মডেল হিসেবে।
২০১০ সালে বাংলা ধারাবাহিক 'গানের ওপারে'-এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন মিমি। বিখ্যাত হয় তাঁর চরিত্র 'পুপে'।
২০১২ সালে নায়িকা হিসেবে অভিনয় করেন 'বাপি বাড়ি যা' ছবিতে।
২০১২ সালেই মুক্তি পায় জনপ্রিয় ছবি 'বোঝেনা সে বোঝেনা'।
এরপর একাধিক হিট ছবিতে দেখা যায় মিমিকে। 'প্রলয়', 'খাদ', 'জামাই ৪২০', 'পোস্ত', 'ধনঞ্জয়' ইত্যাদি ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখেন মিমি। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জয়লাভ করে সাংসদ হন।
২০১৯ সালেই তাঁর আরও এক রূপের পরিচয় মেলে। নিজের কণ্ঠে গান গেয়ে রিলিজ করেন অভিনেত্রী।
সামনের গ্রীষ্মেই মুক্তি পাচ্ছে তাঁর অন্য ধারার ছবি 'মিনি'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -