Mira Kapoor: টেক্কা বহু নায়িকাকে, কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন শাহিদ-পত্নী মীরা
সদ্য়ই জন্মদিন গিয়েছে কর্ণ জোহরের। নিজের ৫০তম জন্মদিন উপলক্ষে তিনি দিয়েছিলেন বিশাল পার্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায়, বলিউডের প্রায় সমস্ত তারকাদেরই। বাদ ছিলেন না বোধহয় কেউই।
কর্ণ জোহরের জন্মদিনের বিলাসবহুল পার্টিতে উপস্থিত ছিলেন শাহিদ কপূর। সঙ্গে দেখা যায় তাঁর সুন্দরী স্ত্রী মীরা রাজপুত কপূরকে।
কালো পোশাকে পার্টিতে দেখা যায় মীরা কপূরকে। পার্টিতে সকলের নজর কেড়ে নেন মীরা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলেও পার্টির সাজে একাধিক ছবি পোস্ট করেছেন মীরা রাজপুত। কোনও ছবিতে তিনি একা। আবার কোনও ছবিতে শাহিদ কপূরের সঙ্গে।
শাহিদ পত্নী মীরার সাজ পোশাক দেখে নেট নাগরিকরা মন্তব্য করছেন, যেকোনও বলি নায়িকাকে টেক্কা দিতে পারেন তিনি। মীরা কপূর পরেছিলেন ডিজাইনার ফাল্গুনি এবং শেন পিককের ডিজাইন করা পোশাক।
পোশাকের সঙ্গে মানানসই গয়না পরেছিলেন শাহিদ কপূরের স্ত্রী। একেবারে হালকা ছিমছাম সাজেই মাত করলেন মীরা।
কালো পোশাকের সঙ্গে ডিজাইনার কানের দুল ও আংটিতে মোহময়ী হয়ে উঠেছিলেন মীরা। সঙ্গে খোলা চুলে তাঁর সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে।
কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে সকলকেই দেখা যায় গ্ল্যামারাস পোশাকে। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ, আমির, সলমন, দুই রণবীর থেকে হৃত্বিক, বরুণ, সিদ্ধার্থ এবং আরও অনেকের।
গ্ল্যামারাস পোশাকে যেন একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই চলছিল ক্যাটরিনা, করিনা, মালাইকা, রানি, জুহি, প্রীতিদের মধ্যে। বাদ যাননি কিয়ারা কিংবা অনন্যাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -