New Year Look: নববর্ষে সাজুন বলিউডি ঢঙে, টিপস নিন কিয়ারা-জাহ্নবী-তৃপ্তির থেকে
২০২৩ শেষের মুখে। তার ওপর উইকেন্ড। ফলে পার্টি মুড একেবারে অন! আর পার্টি বা উৎসবের মেজাজ মানে সাজগোজ মাস্ট। ছবি: পিক্স্যাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাজগোজের অনুপ্রেরণা যদি বলিউড থেকে পাওয়া যায়? গ্ল্যামার ওয়ার্ল্ডের ডিভাদের থেকেই নেওয়া যাক 'ট্রেন্ডি মেকআপ' টিপস। ছবি: পিক্স্যাবে
যে কোনও ফেস্টিভ্যালে কীভাবে নিজেদের আরও সুন্দর করে তোলেন আলিয়া ভট্ট, কিয়ারা আডবাণী, অনন্যা পাণ্ডে, ক্যাটরিনা কাইফের মতো তারকারা? দেখে নেওয়া যাক। ছবি: পিক্স্যাবে
অনন্যা পাণ্ডের আইশ্যাডো - নববর্ষকে স্বাগত জানাবেন, একটু জমকালো মেকআপ হলে মন্দ কী? অনন্যা পাণ্ডের মতো বেছে নিতে পারেন মেটালিক আইশ্যাডো। শিমারি অর্থাৎ ঝলমলে লুক আপনাকে 'বোল্ড অ্যান্ড বিউটিফুল' করে তুলবে। ছবি: ইনস্টাগ্রাম
কিয়ারা আডবাণীর বোল্ড লিপশেড - অনেকেই আছেন যাঁরা চোখের বদলে ঠোঁটে গাঢ় মেকআপ পছন্দ করেন। টিপস নিতে পারেন কিয়ারা আডবাণীর থেকে। গাঢ় লাল বা নানা শেডের গোলাপী, ড্রেসের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারেন। ছবি: ইনস্টাগ্রাম
জাহ্নবী কপূরের আইলাইনার - সম্প্রতি পোস্ট করা ছবিতে জাহ্নবী কপূরের লাল ড্রেসের সঙ্গে 'ড্রামাটিক আইলাইনার'ও নিশ্চয়ই দেখেছেন। উইং লাইনারের বদলে জাহ্নবীর মতো 'আই গেম' স্ট্রং করতে পারেন। এমন লাইনার পরুন যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায়। ছবি: ইনস্টাগ্রাম
আলিয়া ভট্টের 'মিনিমাল' মেকআপ - নিজের ত্বক, গায়ের সাধারণ রংকেই আঁকড়ে ধরতে পারেন। যেমন আলিয়া ভট্ট। পার্টিতে গেলে হয়তো একেবারে সামান্য মেকআপ করলেন। ওই যে কথায় বলে, 'লেস ইজ মোর'। যত কম মেকআপ, তত প্রাকৃতিক। ছবি: ইনস্টাগ্রাম
তৃপ্তি দিমরির ভারি ব্লাশ - সম্প্রতি চর্চায় তৃপ্তি দিমরি আর তাঁর ব্লাশ অন। যা এক ঝলকে বোল্ডও আবার রোম্যান্টিকও। চোখে বা ঠোঁটে হালকা মেকআপের সঙ্গে গালে রাখতে পারেন গ্লসি গোলাপী ব্লাশ। ছবি: ইনস্টাগ্রাম
ক্যাটরিনা কাইফের 'হাইলাইটস' - নিজের মুখের যা যা তীক্ষ্ণ ফিচার আছে, ভাল করে হাইলাইট করাও প্রয়োজন। যেমন ক্যাটরিনা। টিকলো নাক, বা টানা টানা চোখ, লাবণ্যের মাত্রা অনেকটা বাড়ে যদি প্রয়োজন মতো হাইলাইটস ব্যবহার করা যায়। ছবি: ইনস্টাগ্রাম
কৃতী শ্যাননের 'স্মোকি আইজ' - যতই মেকআপের নানা ধরন চলে আসুক ট্রেন্ডে, 'স্মোকি আইজ' কখনও পুরনো হয় না। প্রমাণ বলিউড ডিভা কৃতী শ্যানন। গাঢ় কালো আইশ্যাডোর ব্যবহার, স্মোকি আই মেকআপ লাস্য যোগ করে। সেই সঙ্গে যদি ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক বা গ্লস ব্যবহার করা যায়, তাহলে আরও ভাল। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -