Naga-Sobhita: ফুলে, সোনায়, সাবেকিয়ানায়.. শোভিতা প্রকাশ করলেন নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা ছবি
তিনি সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছিলেন আগেই। আর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বিয়ের ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিয়ে হল সারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি শোভিতা শেয়ার করেছেন, তার প্রতিটাতেই দেখা যাচ্ছে, বিয়ের কিছু না কিছু নিয়ম পালন করছেন তাঁরা। শোভিতার ইচ্ছা ছিল, তিনি সমস্ত নিয়ম-নীতি মেনেই বিয়ে করবেন। সেই মতোই বিয়ে হয়েছে নাগা ও শোভিতার।
বরমাল্য পরানোর ছবিতে ধরা পড়েছে খুনসুটি। নাগা চৈতন্য ও শোভিতার সম্পর্কের রসায়ন এই ছবিতে স্পষ্ট।
সোশ্যাল মিডিয়ায় শোভিতা এই ছবিগুলি শেয়ার করে তেলুগুতে লিখেছেন, 'তাঁরা একে অপরের গলায় যে সুতো পরিয়ে দিয়েছেন, তা তাঁদের দীর্ঘ জীবনের কামনায়।'
ডিসেম্বর মাসের ৪ তারিখে তেলুগু ধারা মেনে নতুন জীবন শুরু করেছেন নাগা চৈতন্য ও শোভিতা। তাঁদের বিয়ের ছবি প্রথম প্রকাশ্যে এনেছিলেন তাঁদের বাবা নাগার্জুন।
৪ ডিসেম্বর অন্নপূর্ণা স্টুডিওতে সাত পাকে বাঁধা পড়েন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সাদা ও সোনালি সাবেকি সাজে সেজেছিলেন তাঁরা
ভারি গয়না পরেছিলেন শোভিতা। অন্যদিকে নাগা চৈতন্যও সেজেছিলেন সাবেকি সাজে। সমস্ত রীতিনীতি পালন করেই বিয়ে করেছেন তাঁরা।
প্রথমে কথা হয়েছিল শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ের আসর বসব রাজস্থানে। তবে বাড়ির বড়রা যাতে উপস্থিত থাকতে পারেন, সেই কথা মাথায় রেখে অন্নপূর্ণা স্টুডিওতে আয়োজন করা হয়েছিল বিয়ের।
শোভিতা পরেছেন সোনার জরিতে বোনা কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে দক্ষিণ ভারতের বিখ্যাত টেম্পল জুয়েলারি। অভিনেত্রী পরেছেন চওড়া মাথাপট্টিও। ছবিতে দেখা গিয়েছে খোঁপায় জড়ানো মোটা ফুলের মালা
একসঙ্গে বিয়ের সমস্ত রীতিনীতি পালন করেন নাগা ও শোভিতা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -