Tollywood Update: বৃষ্টি ভিজে ক্রিকেট খেলল টলিউড.. নীল-সৌরভ নাকি আয়ুষ, জিতল কোন দল?
তারকাখচিত ময়দান, দুই দলের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজিত করেছিল ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্ম। দুটি দলের নাম, 'মিল্কশেক মার্ডার্স' ও 'স্পাইডার্স ইলেভেন'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসলে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আজ মুক্তি পেল 'মিল্কশেক মার্ডার্স' ওয়েব সিরিজটি। সেই সিরিজের প্রচারেই আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট ম্যাচ।
'মিল্কশেক মার্ডার্স'-এ প্রথমবার একই ওয়েব সিরিজে দেখা যাবে রিয়েল লাইফ কাপল নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)-কে।
মোট দুটি ম্যাচ হয়েছিল 'মিল্কশেক মার্ডার্স' ও 'স্পাইডার্স ইলেভেন'-এর মধ্যে। এর মধ্যে একটি 'মিল্কশেক মার্ডার্স'-এর একটি ম্যাচের ক্যাপ্টেন ছিলেন নীল ভট্টাচার্য্য।
'মিল্কশেক মার্ডার্স'-এর অপর ম্যাচের ক্যাপ্টেন ছিলেন সৌরভ দাস। অন্যদিকে 'স্পাইডার্স ইলেভেন'-এর দুটি ম্যাচেরই ক্যাপ্টেন ছিলে আয়ুষ দাস।
দুটি ম্যাচেই জয়লাভ করে 'স্পাইডার্স ইলেভেন'। আয়ুষই ছিলেন সবচেয়ে ছোট ক্যাপ্টেন।
'স্পাইডার্স ইলেভেন'-এর দলে অন্যতম সেরা পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন এশা নন্দী। তিনিও ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ সদস্য।
এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন দর্শনা বনিকও। তিনি ম্যাচ খেলেননি, কেবল দর্শকাসনে পৌঁছে গিয়েছিলেন স্বামী সৌরভ আর তাঁর দলকে উৎসাহ দেওয়ার জন্য।
বিজয়ী দলের জন্য ছিল ট্রফি ও পুরষ্কার। ম্যাচ শেষে সেই সমস্ত তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে।
এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবির প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে ক্রিকেট ম্যাচকেও। ইন্ডাস্ট্রির অনেক অভিনেতাই ক্রিকেটে বেশ পটু।
তবে এই দলের বিশেষত্ব ছিল, ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিয়েছিল এই ক্রিকেটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -