হরভজনের পরিবারে আসছে নতুন সদস্য, খুশির খবর দিলেন গীতা
হরভজন সিংহের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী গীতা বসরা এই খবর জানিয়েছেন। দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, গীতা বেবি বাম্প নিয়ে হরভজন সিংহ এবং মেয়ে হিনায়ার সঙ্গে ছবি পোস্ট করেছেন।
ছোট্ট হিনায়া একটি টি-শার্ট ধরে আছেন। যেখানে লেখা, শীঘ্রই দিদি হব।
এই পোস্টে কমেন্ট করেছেন হরভজন সিংহ সুরেশ রায়না সহ রায়নার স্ত্রী প্রিয়ঙ্কা রায়না। অনুরাগীরাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
২০১৫ সালের ২৯ অক্টোবর বিয়ে হয় গীতা বসরা এবং হরভজন সিংহের। ২০১৬ সালের ২৭ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন গীতা।
চলতি বছর জুলাই মাসে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান।
দিল দিয়া হ্যায়, দ্য ট্রেন ছবিতে অভিনয় করেন গীতা। পঞ্জাবি ছবি লকে শেষবার দেখা যায় তাঁকে। ২০১৬ সালে মুক্তি পায় ওই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -