Nonte Fonte: নারায়ণ দেবনাথের 'নন্টে ফন্টে' এবার বড়পর্দায়, থাকছে হাতি স্যার, কেল্টুরাও
একরাশ নস্ট্যালজিয়া আর মন ভাল করা গল্প নিয়ে নন্টে ফন্টে এবার পর্দায়। নারায়ণ দেবনাথের আইকনিক এই দুই চরিত্রকে নিয়ে তৈরি হচ্ছে প্রথম ফিচার ফিল্ম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনারায়ণ দেবনাথের কাহিনী অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার। ছবিতে অভিনয় করছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhaya) , অম্লান মজুমদার (Amlan Majumdar), শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee), সুমিত সমাদ্দার (Sumit Samaddhar)।
এছাড়াও রয়েছেন, লামা (Lama), কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra), বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty), পার্থসারথি দেব (Parthasarosthi Dev), পুলকিতা (Pulokita), সোহম বসু রায় চৌধুরী (Soham Basu Ray Chowdhury), সোহম বোস (Soham Basu), কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় (Krisna Banerjee) , মনোজ্যোতি মুখোপাধ্যায় (Manojyoti Mukherjee), নিমাই ঘোষ (Nimai Ghosh) ও অন্যান্যরা।
ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy)। সিনোমাটোগ্রাফার হিসেবে রয়েছেন আয়ুব আলী খান।
অনির্বান চক্রবর্তীর পরিচালনায় ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে জালান ইন্টারন্যাশনাল ফিল্মস।
গল্পে সম্পূর্ণভাবে রাখা হবে নন্টে ফন্টের নস্ট্যালজিয়াকে। হীরাগঞ্জ আর মতিগঞ্জ কার্যত অতিষ্ঠ নন্টে ফন্টের তাণ্ডবে। ১২ বছরের দুই কিশোরের দুষ্টুমিতে জেরবার সবাই। শেষমেশ তাঁদের ২জনকে হাতি স্যারের হস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদের পরিবার।
অগত্যা দুই দস্যি ছেলের নতুন ঠিকানা হয় হাতি স্যারের হস্টেলে। বিধির বিধান। তাদের ঘরও হয় একটিই। শুরু হয় দুজনের লড়াই। কে বড়? নন্টে যেমন ফন্টেকে জব্দ করতে চায় , তেমনি ফন্টেও বুদ্ধি আঁটে কিভাবে নন্টেকে ঘায়েল করবে। এসব করতে গিয়েই তারা ধরে ফেলে চোর কাঁকড়াকে। এ হেন কাঁকড়া আবার ড্রাগন পরিবারের সদস্য।
গল্পে রয়েছে অন্যতম আইকনিক চরিত্র কেল্টুদাও। নন্টে ফন্টের চেয়ে কয়েক বছরের বড় কেল্টু ক্লাসের মনিটর। নন্টে আর ফন্টেকে বিপদে ফেলতে গিয়ে বারে বারে নিজেই নিজের বিপদ ঢেকে আনে সে। এই সমস্ত চরিত্রদের সঙ্গে জড়িয়ে যায় কাঁকড়া ও ড্রাগনের গল্প।
এই ছবির চিত্রনাট্য লেখক অম্লান বলছেন, 'অনেক অভিনয় করেছি, চিত্রনাট্য লিখেছি, কিন্তু নন্টে ফন্টে আমার জীবনে এক অন্য অনুভূতি। নারায়ণ দেবনাথ নিজে হাতে আমায় আটশো কমিকস তুলে দিয়েছিলেন পড়ার জন্য! যদিও তার আগে আমি অনেকটাই পড়ে ফেলেছি, তবু ওঁর হাত থেকে কমিকস পাওয়াটা আমার কাছে ভাগ্যের। কমিকস নিয়ে প্রথম ছবি এটা। অভিনয় ও লেখা, দুয়েরই দায়িত্ব রয়েছে আমার ওপর। কেরিয়ারের ভীষণ বড় প্রাপ্তি এই কাজটা।'
ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে ১৯ মে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -