Nora Fatehi Photos: হাতে ব্যাগ, রেনকোট পরে কার সঙ্গে বাইকে তাড়াহুড়ো করে বেরোলেন নোরা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2021 08:54 AM (IST)
1
নীল জিন্স, সাদা ক্রপ টপ, স্পোর্টস সু সঙ্গে হাতে ছাতা..এভাবেই গতকাল দেখা গেল নোরা ফতেহিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
মুম্বইয়ে প্রবল বর্ষণের প্রভাব পড়েছে জনজীবনে। বিভিন্ন জায়গায় জমে গিয়েছে জল। যানজটে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। আর এই ভোগান্তির হাত থেকে রেহাই পেলেন না সেলেবরাও।
3
এজন্যই সেলেবরা শুধুমাত্র কাজের জন্যই বাড়ির বাইরে বেরোচ্ছেন। এরইমধ্যে নোরাকে বর্ষার মধ্যেই বেরোতে দেখা গেল। সেজন্য বৃষ্টি ও যানজট থেকে রেহাই পেতে সহজ পথ বেছে নিলেন নোরা।
4
রেনরোট পরে বাইকে সওয়ার হলেন তিনি।
5
বর্ষায় যানজটে যাতায়াতের জন্য বাইকের ব্যবহার করলেন তিনি।
6
আশেপাশের লোকজনের চোখের সামনে নোরা এভাবে বেরিয়ে চটজলদি বাইকে করে চলে গেলেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -