সাবেকি থেকে আধুনিক, ডায়েট না মেনেও নতুন ফটোশ্যুটে ঝলমলে নুসরত
সদ্য মা হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেমে নেই তাঁর নায়িকাসূলভ ফটোশ্যুট। মাতৃত্বের আভায় নায়িকা নুসরত যেন আরও ঝকঝকে, আরও তরতাজা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন নুসরত। সাবেকি থেকে আধুনিক, সব পোশাকেই সমান আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন নুসরত। সেখানে জানান, ছোট্ট ঈশানকে খাওয়াচ্ছেন তিনি। কাজেই এখন ডায়েট মানার প্রশ্নই আসছে না।
নুসরতের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মাতৃত্বই। তাঁর সাফ কথা, তিনি ও যশ এই নতুন ভূমিকা ভালোই উপভোগ করছেন।
মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে নুসরত বলেন, মাতৃত্বের পর চুল ধরা বা অন্যান্য সমস্যাগুলোর কথা ভাবলে কোনও মেয়েই মাতৃত্ব উপভোগ করতে পারবেন না।
নুসরত জানান, আপাতত কোনও বড় কাজ হাতে নেবেন না তিনি। তাঁর কাছে এখন প্রাধান্য ছোট্ট ঈশানই।
অন্যদিকে যশ এবিপি লাইভের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ঈশানের ডাকনাম অংশ।
সম্প্রতি বিশ্বকর্মা পুজোয় যশের সঙ্গে একটি পুজোয় দেখা গিয়েছিল নুসরতকে। সাবেকি পোশাকের সঙ্গে নুসরতের কপালে ছিল সিঁদুরও।
তবে সদ্য শেয়ার করা ছবিতে অবশ্য নুসরতের কপালে সিঁদুরের দেখা মিলল না।
পুরসভার বার্থ সার্টিফিকেটে নুসরত-পুত্র ঈশানের বাবার নামের জায়গায় ছিল যশ দাশগুপ্তের নাম। যদিও এই নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি যশ বা নুসরত কেউই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -