Nusrat-Yash: বাংলাদেশের বিয়েবাড়িতে যশ-নুসরত, বাছলেন গাঢ় নীল পোশাক
দেশ ছাড়ছেন, সেই খবর জানিয়েছিলেন আগেই। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বিয়ে বাড়ির নতুন ছবি। নীল লেহঙ্গায় অপরূপা টলিউড অভিনেত্রী নুসরত জাহান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনীল লেহঙ্গায় অপরূপা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। খোলা চুলে ফুলের সাজ। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিয়েবাড়ি থেকে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান (Nusrat Jahan)।
একসঙ্গে ছবি না দিলেও নিজের সোশ্যাল মিডিয়ায় সাবেকি সাজে ছবি ভাগ করে নিলেন যশ দাশগুপ্তও (Yash Dashgupta)।
সূত্রের খবর, ‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মিমি চক্রবর্তী ও (Mimi Chakraborty)।
সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ির ছবি শেয়ার করে নিয়েছেন যশ ও নুসরত দুজনেই। গাঢ় নীল লেহঙ্গার ওপর রুপোলি কাজ করা লেহঙ্গা চোলি বেছে নিয়েছিলেন নুসরত।
নীল পোশাকের সঙ্গে ভারি গয়না বেছে নিয়েছিলেন তিনি। মাথায় ছিল ফুলের সাজও।
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে নিয়েছেন যশও। স্টিচড ধুতি, বন্ধগলা কোট পরেছিলেন যশ।
‘গান বাংলা চ্যানেল’-এর ‘লাভলি অ্যাকসিডেন্ট’ আর ‘দুষ্টু পোলাপান’-এ নাচ করতে দেখা গিয়েছিল সানি লিওনিকে (Sunny Leone)। এদিন বিয়ের আসরে হাজির ছিলেন তিনিও। ‘নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছিল নুসরত জাহানকে। নীরব হোসেন বিপরীতে একটি মিউজিক ভিডিওতে ছিলেন মিমি চক্রবর্তী। এঁরা সবাই হাজির ছিলেন বাংলাদেশের বিয়েবাড়িতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -