Red Carpet Of Filmfare Awards 2021: ২০২১ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে রেড কার্পেট মাতালেন কোন অভিনেত্রীরা? দেখুন ছবি
তাপসী পান্নু থেকে শুরু করে উর্বশী রাউতেলা,২০২১ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে রেড কার্পেটে দ্য়ুতি ছড়ালেন এই বিটাউন অভিনেত্রীরা। এই গ্ল্য়াম গার্লদের ছবি দেখে ইতিমধ্য়েই মুগ্ধ নেটিজেনরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোলাপি রঙের গাউনে রেড কার্পেট মাতালেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া।
এদিন সাদা স্লিম ফিট গাউনে নজর কাড়লেন 'থাপ্পড়' অভিনেত্রী তাপসী পান্নু।
সোনালি সেগালও এদিন নিজেকে সাজিয়েছিলেন গোলাপি পোশাকে।
'জয় হো' অভিনেত্রী ডেইজি শাহকে এদিন দেখা গেল বেগুনী রঙের গাউনে।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২০ সালে উর্বশী রাউতেলা লাইম লইট নিজের দিকে কেড়ে নিলে ঝলমলে রেড ওয়াইন পোশাকে।
'সেরা মহিলা ডেবিউ' পুরস্কার অর্জনকারী আলেয়া এফ গালা ইভেন্টে বেছে নিয়েছিলেন বেইজ রঙিন পোশাক। 'জওয়ানী জানেমান' ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
২০২১ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের জন্য় সানি লিওনি বেছে নিয়েছিলেন সাদা গাউন। তাঁর সঙ্গে এদিন দেখা গেল স্বামী ড্যানিয়েল ওয়েবারকেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -