ফের বড় পর্দায় রণবীর কপূর, অয়ন মুখােপাধ্যায় জুটি, আসছে ব্রহ্মাস্ত্র
পর্দায় আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র। সেই ছবি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের বড় পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় ও রণবীর কপূর জুটিকে। শ্য়ুটিংয়ে দেখা গেল ২ জনকে।
ছবির বিটিএস তুলে ধরা হল এখানে। ব্রহ্মাস্ত্র ছবির সেট থেকে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর।
রণবীর কপূরের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভট্ট।
অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রের শ্যুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। ২০২০ সালে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে যায়।
ব্রহ্মাস্ত্র ছবিটি হিন্দি, তামিল , তেলেগু, কন্নড়, মালায়লম ভাষাতেও মুক্তি পাবে।
আলিয়া ভট্ট ছাড়াও এই ছবিতে দেখা যাবে আরও এক বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মৌনি রায়কে।
রণবীর শিব ত্রিপাঠির ভূমিকায়, আলিয়া ঈশা মিশ্রের ভূমিকায়, অমিতাভ বচ্চন প্রফেসর অরবিন্দ চতুর্বেদীর চরিত্রে, ডিম্পল কাপাডিয়া অমিতা সাক্সেনার চরিত্রে অভিনয় করবেন।
ছবির অন্যান্য় চরিত্রে নাগার্জুন আক্কিনেনি চরিত্রে অভিনয় করবেন অজয় বশিষ্ঠ (একজন প্রত্নতত্ত্ববিদ) এবং মৌনি রায় দময়ন্তী বসুর ভূমিকায়।
ছবিটির প্রযোজনা করছেন কর্ণ জোহর। ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন প্রীতম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -