Ranbir Alia Reception Photo: রণবীর-আলিয়ার রিসেপশন পার্টিতে চাঁদের হাট
গতকাল নীতু কপূর জানিয়েছিলেন যে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের পর কোনও রিসেপশন পার্টি থাকছে না। কিন্তু আজই দেখা গেল অন্য ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসন্ধের কিছুটা পর থেকেই রণবীর কপূরের বাড়ি বাস্তুতে একে একে আসতে শুরু করেছেন দুই পরিবারের সদস্য থেকে বলিউডের তারকারা।
গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। রণবীর কপূরের বাড়ি বাস্তুতেই বসেছিল বিয়ের আসর।
বিয়ের আগে পর্যন্ত স্পিকটি নট ছিলেন দুই তারকা। যদিও বিয়ে মিটতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি শেয়ার করে নেন আলিয়া।
রণবীর কপূর ও আলিয়া ভট্টের রিসেপশন পার্টিতে মেয়ে জামাইয়ের সঙ্গে হাজির হয়েছেন নীতু কপূর। প্রত্যেকের পরনেই কালো পোশাক।
আলিয়া ভট্টের ঘনিষ্ঠ বান্ধবী অনুষ্কা রঞ্জনকে দেখা যায় তাঁর স্বামীর সঙ্গে আসতে। তাঁদের পরনেও কালো রঙের পোশাক।
সঙ্গীত পরিচালক প্রীতমকে দেখা যায় রণবীর - আলিয়ার রিসেপশন পার্টিতে আসতে।
রণবীর কপূরের দিদি ঋদ্ধিমা কপূর আসেন কালো পোশাকে। অভিনয় জগতে না আসলেও ফ্যাশন স্টেটমেন্টে নজর কাড়েন তিনি।
রণবীর কপূর ও আলিয়া ভট্টের রিসেপশন পার্টিতে দেখা যায় অর্জুন কপূরকে। বান্ধবী মালাইকা অরোরার সঙ্গে আসেন তিনি।
বরাবরই ফ্যাশনিস্তা হিসেবে নজর কাড়েন অর্জুন - মালাইকা। রণবীর-আলিয়ার রিসেপশন পার্টিতেও তা ধরা পড়ল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -