Alia Bhatt: রণবীর সিংহের মতো দেখতে লাগছে, বললেন চিত্রগ্রাহক, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন, জবাব আলিয়ার
গতকাল রাতে মুম্বই বিমানবন্দরে আলিয়া ভট্টর সঙ্গে কথা বলতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন এক চিত্রগ্রাহক। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিয়ার ছবি তুলতে গিয়ে সংশ্লিষ্ট চিত্রগ্রাহক বলে বসেন, ‘আপনাকে রণবীর সিংহের মতো দেখতে লাগছে।’ ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
ওই চিত্রগ্রাহক আসলে বলতে চেয়েছিলেন, রণবীর কপূরের মতো দেখতে লাগছে আলিয়াকে। কিন্তু রণবীর সিংহ বলে ফেলেন তিনি। তারপর ভুল সংশোধন করেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
রণবীর সিংহের নাম শুনে আলিয়া মুচকি হেসে বলেন, ‘শুভ রাত্রি। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন।’ ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আলিয়ার পরনে ছিল টুপি ও জ্যাকেট। রণবীর কপূরকে এই ধরনের টুপি পরতে দেখা যায়। সেই কারণেই রণবীরের কথা বলতে যান ওই চিত্রগ্রাহক। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
রণবীর সিংহের কথা শুনে অবশ্য আলিয়া রাগ করেননি। তিনি অন্যভাবে প্রতিক্রিয়া দেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -