Cirkus Premier: মুক্তির আগে বিশেষ প্রদর্শনী ‘সার্কাসে’র, দীপিকাকে ছাড়াই এলেন রণবীর
খরা কাটিয়ে সবে একটু একটু করে ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। সেই আবহে ‘সার্কাসে’র দিকে তাকিয়ে গোটা বলিউড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্য ভূমিকায় রণবীর সিংহ। গত কয়েক বছরে ইন্ডাস্ট্রির ভরসা হয়ে উঠেছেন তিনি। তাই আশায় বুক বাঁধছেন পরিচালক-প্রযোজক।
বড়দিনে মুক্তি পাচ্ছে ‘সার্কাস’। তাই ব্যবসায় ঘাটতি হবে না বলে মনে করছেন সকলে। তবে প্রচারে কোনও খামতি নেই।
জনি লিভার, সঞ্জয় মিশ্রের মতো অভিনেতারা রয়েছেন। রণবীরের জনপ্রিয়তায় ভর করে ভরপুর মনোরঞ্জন নিয়ে আসছেন বলে দাবি পরিচালক রোহিত শেট্টির।
মুক্তির একদিন আগে মুম্বইয়ে অনুরাগী এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শন রাখা হয়েছিল ছবির। একে একে সকলেই হাজির হয়েছিলেন।
আইনি ঝামেলায় জড়িয়ে পড়া জ্য়াকলিন ফার্নান্ডেজ ছবিতে রয়েছেন। কিন্তু লাল গালিচায় দেখা গেল না তাঁকে। নজর এড়িয়ে এসেছিলেন, নাকি হাজির হননি, জানা যায়নি।
তবে পূজা এসেছিলেন। ছবির নায়ক নয়, ভিতরে যাওয়ার আগে একাই পোজ দেন ক্য়ামেরার সামনে। টোম্য়াটো রেড ড্রেসে অনবদ্য উপস্থিতি ছিল তাঁর।
হাতে একগুচ্ছ ছবি পূজার। সলমন খানকে জড়িয়ে শোনা যাচ্ছে গুঞ্জন। তবে সে সবের তোয়াক্কা নেই নায়িকার। কাজ নিয়েই ব্যস্ত।
ছবির শিল্পী জনি লিভারকে দেখা গেল অনুরাগী পরিবৃত অবস্থায়। কেউ ছবি তুললেন তাঁর সঙ্গে। কেউ হাত মেলালেন। বিখ্যত সংলাপও আওড়ালেন জনি।
আদ্যোপান্ত রোহিত শেট্টির বাণিজ্যিক ছবি 'সার্কাস'। তবে এই ছবি দর্শকদের হলমুখী করবে বলে আশা বলিউডের।
ছবির প্রধান তারকা রণবীর এসেছিলেন। কিন্তু ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় থাকা, রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনকে দেখা গেল না প্রদর্শনীতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -