Rhea Chaktraborty: জমকালো কালো পোশাকে নেটিজেনদের নজর কাড়লেন রিয়া চক্রবর্তী, ভাইরাল ফটোশ্য়ুটের ছবি
কালো পোশাকে প্রত্য়েকবারের মতই আবারও অনন্য় হয়ে উঠলেন 'জালেবি' নায়িকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকালো প্য়ান্টের সঙ্গে কালো ট্রান্সলুসেন্ট টপে সেজে উঠলেন অভিনেত্রী।
পোশাকের সঙ্গে ছিল যথাযথ মেকআপ ও হেয়ারস্টাইল।
এমটিভির জনপ্রিয় শো 'রোডিজ সিজন ৯'-এ গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে রিয়াকে।
এই শোয়ের হাত ধরেই দীর্ঘ চারবছর পর পর্দায় দেখতে পাওয়া যাবে রিয়াকে।
রোডিজের এই সিরিজের নাম 'কর্ম কা কাণ্ড'। রিয়া বলছেন, রোডিজের অংশ হত পেরে আমার ভীষণ ভাল লাগছে।
এই শোয়ে রিয়ার সঙ্গে দেখা যাবে সনু সুদকে।
কেরিয়ারের শুরুর দিকে 'টিভিএস স্কুটি টিন ডিভা' প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন রিয়া চক্রবর্তী।
পরবর্তীকালে তাঁকে দেখা যায় ভিডিও জকি হিসেবে।
তেলুগু ছবি দিয়ে বড় পর্দায় জার্নি শুরু হয় রিয়া চক্রবর্তীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -