Ritabhari Chakraborty: কর্মক্ষেত্রের বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, ঋতাভরী-রাহুলের 'আর ফ্যাক্টর'-এ হাজির আবীর-অনিন্দ্যরা
গত দুই বছর সকলের জীবনেই এক অদ্ভূত সময় বয়ে এনেছে। অনেকের জীবন থেকেই এই করোনা নামক রোগটা কেড়ে নিয়েছে অনেক কিছুই। আর সেই সব কাটিয়ে এবার আনন্দে মাতলেন ঋতাভরী চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিজেও বড় অসুখ কাটিয়ে উঠেছেন সম্প্রতি। ফিরেছেন কাজে। তাঁর প্রিয় বন্ধু রাহুল এই প্যান্ডেমিকের মধ্যেই পাড়ি দিয়েছেন দুবাই।
ফলে এই দুই বছরে বন্ধুবান্ধব মিলে আড্ডা, মেলামেশা, যোগাযোগ অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। সেই খরা কাটিয়ে ফের প্রাণোচ্ছ্বল সন্ধ্যা কাটানোর উদ্দেশ্যে পার্টি থ্রো করলেন ঋতাভরী।
ঋতাভরীর কথায়, 'এই পার্টিটা আমরা একসঙ্গে থ্রো করি। এই দুই বছর ধরে আমাদের জীবনে যে ফাঁক তৈরি হয়েছিল, সেটা মুছে ফেলাই মূল উদ্দেশ্য ছিল।'
'আমরা এতদিন ধরে এত কাজ একসঙ্গে করেছি। ব্যবসার দুনিয়া আর ফিল্ম ইন্ডাস্ট্রি, দুই জায়গার সঙ্গেই আমরা ওতপ্রোতভাবে জড়িত।'
'ফলে আমি যাঁদের ভালবাসি, আমার কাজের জায়গার আপনজন যাঁরা, তাঁদের সকলকে আবার একসঙ্গে নিয়ে এসে, একত্রিত করা। নতুন করে সফর শুরু করা একপ্রকারের।'
পার্টির বিশেষ নামকরণও হয়েছিল। 'হ্যাশট্যাগ আর ফ্যাক্টর'। ঋতাভরী ও রাহুলের নামের ইংরেজি বানানের আদ্যক্ষর দিয়েই অনুষ্ঠানের নামকরণ।
এদিনের পার্টিতে হাজির ছিলেন আবীর চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় সহ সিনে দুনিয়া ও ব্যবসায়ী জগতের অনেকেই।
রাহুলের কথায়, 'গত ২ বছরের কঠিন সময় কাটিয়ে ফের একবার এক ছাতার তলায় সকলে মিলে কথাবার্তা, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, আলোচনার মাধ্যমে সময় কাটানোই ছিল মূল উদ্দেশ্য।'
প্রসঙ্গত, ঋতাভরী চক্রবর্তী ফিরছেন বড়পর্দায়। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় শেষ করেছেন 'ফাটাফাটি' ছবির শ্যুটিং। তাঁর বিপরীতে রয়েছেন আবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -