এক্সপ্লোর
Rukmini Maitra: কেমন লাগল 'বিনোদিনী'? খোঁজ নিতে বিনোদিনী থিয়েটারে হাজির রুক্মিণী! মিলল কী প্রতিক্রিয়া?
Rukmini Maitra as Binodini: রুক্মিণীকে এই ছবিতে দেখা গিয়েছে বিনোদিনী দাসীর ভূমিকায়। ছবির শেষে দর্শকদের সামনে রুক্মিণী আসতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস।
দর্শকদের দরবারে রুক্মিণী
1/10

আজ মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ছবি 'বিনোদিনী'। সেই ছবি দেখে দর্শকদের কেমন লাগল, তা জানতেই প্রেক্ষাগৃহে পৌঁছেছিলেন সিনেমার কলাকুশলীরা।
2/10

রুক্মিণীকে এই ছবিতে দেখা গিয়েছে বিনোদিনী দাসীর ভূমিকায়। ছবির শেষে দর্শকদের সামনে রুক্মিণী আসতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস। প্রত্যেকেই জানাতে থাকেন তাঁদের মুগ্ধতার কথা। দর্শকদের ভালবাসায় উচ্ছ্বসিত রুক্মিণীও।
3/10

আজ বিনোদিনী থিয়েটারে হাজির হয়েছিলেন রামকমল, রুক্মিণী ও ওম। সদ্যই স্টার থিয়েটারের নাম বদলে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার। সেই কারণেই প্রথমদিনে এই থিয়েটারই রুক্মিণীরা বেছে নিয়েছিলেন দর্শকদের সঙ্গে দেখা করার জন্য।
4/10

এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, এই থিয়েটারের নামবদলের গল্প শুনিয়েছিলেন রুক্মিণী মৈত্র। তিনিই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন এই থিয়েটারের নাম বদল করার জন্য।
5/10

রুক্মিণীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কয়েকটা দিন অপেক্ষা করতে। আর তার মধ্যেই স্টার থিয়েটারের নাম বদলে সরকারী তরফে করে দেওয়া হয় বিনোদিনী থিয়েটার।
6/10

এই ঘোষণায় আবেগে ভেসেছিলেন রুক্মিণী, তিনি এই ঘোষণার কথা শুনে ভীষণ কেঁদেছিলেন। তিনি ভেবেছিলেন স্টার থিয়েটারের নাম যখন ১৪১ বছরেও বদল হয়নি, তখন সেই নাম বদল করাটা বোধহয় খুব কঠিন বিষয় হবে।
7/10

তবে বিষয়টা একেবারেই যে তেমন নয়, তা রুক্মিণী বুঝেছিলেন নাম বদল হওয়ার পরে। আর স্টার থিয়েটারের নাম পরিবর্তন হওয়ার পরে রামকমলকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে প্রদীপও জ্বালিয়েছিলেন রুক্মিণী।
8/10

এই ছবিটা করার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছিল রুক্মিণীকে। বারে বারেই বাধা এসেছে, তবে রুক্মিণী আর রামকমলের জেদ ছিল, এই ছবিটি তাঁরা কখনও না কখনও বাস্তবে রূপায়িত করবেন। অবশেষে মুক্তি পেয়েছে সেই 'বিনোদিনী'
9/10

এই চরিত্রে অভিনয় করা নিয়ে প্রচুর কটাক্ষ সহ্য করতে হয়েছে 'বিনোদিনী' রুক্মিণীকে। তবে তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, কোনওরকম কটাক্ষে কান না দিয়ে নাচ ও অভিনয় অনুশীলন করে যাওয়া। সেটাই করে গিয়েছিলেন রুক্মিণী। সেই পরিশ্রমের ফল আজ দর্শকদের দরবারে।
10/10

রুক্মিণীর কথায়, 'আমি সবসময় বিশ্বাস করি, কথায় নয়, কাজে উত্তর দিতে। তবে এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিই না। আমরা যেমন ঠাকুরের কাছে পুষ্প অর্পণ করি, তেমনই আমার কাজটাকেও আমি দর্শকদের পায়ে অর্পণ করি। তারপরে দর্শক সেটাকে গ্রহণ করবেন কি না, সেটা তাঁদের ওপর।'
Published at : 23 Jan 2025 09:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















