Pataudi Palace: ১৫০ কামরা, সঙ্গে বিলিয়ার্ড-ডাইনিং রুম, দেখুন- সইফের পটৌডি হাউসের ভেতরের কিছু ছবি
সইফ আলি খান ও করিনা কপূর খানের প্রায়ই পটৌডি হাউস থেকে ছবি দেখা যায়। উত্তরাধিকার সূত্রে সইফ পটৌডি হাউস পেয়েছেন। তা খুবই বিলাসবহুল ও নজরকাড়া। পটৌডি হাউসের দাম ৮০০ কোটি টাকার বেশি। বলিউড তো বটেই হলিউডের কয়েকটি সিনেমাতেও দেখা গিয়েছে পটৌডি হাউস। এখানে অনেক সিনেমারই শ্যুটিং হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখে নেওয়া যাক, পটৌডি হাউসের কিছু ছবি। বাইরে থেকে পটৌডি হাউস মহলের মতো। এতে দেড়শো কামরা রয়েছে। প্রত্যেক কামরাই অভিনবভাবে তৈরি।
১০ একর জায়গাজুড়ে বিস্তৃতি পটৌডি প্যালেস। এতে রয়েছে সাতটি ড্রেসিং রুম, সাত বেডরুম ও সাত বিলিয়ার্ড রুম। সঙ্গে রাজকীয় ড্রয়িং রুম ও ডাইনিং রুমও।
ফোর্বসের সঙ্গে এক সাক্ষাৎকারে সইফকে প্রশ্ন করা হয়েছিল, পটৌডি প্যালেসের কোন জায়গা তাঁর সবচেয়ে পছন্দের? জবাবে সইফ বলেছিলেন, পটৌডি প্যালেসের সমস্ত কিছুই তাঁর পছন্দের। এখানে অনেক অনুষ্ঠান হয়েছে, যেখানে পুরো পরিবার একত্রিত হয়েছে এবং আমার স্মৃতিতে রয়েছে এর সমস্ত কিছুই।
সইফ আলি খান, করিনা কপূর খান, সোহা আলি খান, কুণাল খেমু, তৈমুর আলি খান ও ইনায়ারা কিছুদিন আগেই পটৌডি হাউসে এসেছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
পটৌডি পরিবারের সদস্যদের প্রায়ই পটৌডি প্যালেসে সময় কাটাতে দেখা যায়। এটি তাঁদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। এক প্রশ্নের উত্তরে সইফ বলেছিলেন, টাকাপয়সা দিয়ে এর মূল্য নির্ধারণ অসম্ভব। আবেগের দিক থেকে এই সম্পত্তি অমূল্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -