Sangit Sanchari Anniversary: সমুদ্রতটে বিবাহবার্ষিকী পালন, সঞ্চারী বললেন, 'সঙ্গীত জীবনের সালসা করার সঙ্গী'
একসঙ্গে থাকা পা দিল ২ বছরে। আজ বিবাহবার্ষিকী অভিনেত্রী সঞ্চারী মণ্ডল ও পরিচালক সঙ্গীত তিওয়ারীর। বিশেষ দিন কাটাতে শহর থেকে একটু দূরে সমুদ্রতটকে বেছে নিলেন সঞ্চারী সঙ্গীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঞ্চারীর সমুদ্র পছন্দ, আর তাই কী বিশেষ দিন উদযাপন করতে টলিউডের এই জুটি পাড়ি দিল সমুদ্রে? লাল পোশাকে, বেলুনে সেজে ও সাজিয়ে জমজমাট জুটির দ্বিতীয় বিবাহবার্ষিকী।
দুজনেই রূপোলি পর্দার মানুষ, কাজেই সারা বছর হাজার ব্যস্ততা থাকে। সব পেরিয়েই নিজেদের জন্য সময় বের করে নেন এই জুটি।
বিবাহবার্ষিকীর আগে পুরীতে পৌঁছে গিয়েছিলেন সঞ্চারী সঙ্গীত। রাত ১২টায় কেকে ছুরি চালালেন দুজনেই। তারপর সকাল হতে জগন্নাথ দেবের দর্শন করে দিন শুরু করলেন।
আপাতত 'গাঁটছড়া' ধারাবাহিকে অভিনয় করছেন সঞ্চারী। রয়েছে শ্যুটিং, ফেরার তাড়াও। তারমধ্যেই বিয়ের জন্মদিনে সঙ্গীতের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
সকালে জগন্নাথ দর্শন করতে যাওয়ার সময়েও পোশাকে রঙমিলান্তি। সঞ্চারী-সঙ্গীতের গোলাপি প্রেম জমজমাট। আজ সকালেই সোশ্য়াল মিডিয়ায় 'সংসারের জন্মদিন'-এ আদুরে পোস্ট করেছিলেন সঙ্গীত। সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতের লেখা প্রসংশা কুড়িয়েছে নেটিজেনদের।
আর সঞ্চারী? তিনি মজে সঙ্গীতেই। এবিপি লাইভের সঙ্গে সঙ্গীতকে নিয়ে কথা বলতে গিয়ে সঞ্চারী একবার বলেছিলেন, 'আমি ছোট থেকে ভাবতাম, লেখকের প্রেমে পড়লে কারও কখনও মৃত্যু হয় না। সঙ্গীত দুর্দান্ত লেখে। সালসা করতে গেলে সঙ্গীর ওপর নির্ভর করে শরীরটা ছেড়ে দিতে হয়। সঙ্গীত হল জীবনের সালসা করার সঙ্গী।'
আজ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সঙ্গীত লেখেন, ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আজ 26শে ফেব্রুয়ারি। সব দোষ মাফ করার দিন। সারা বছর ধরে করা আমাদের সব ভুল-ত্রুটি মুছে ফেলে আবার নতুন করে শুরু করার দিন। আজ থেকে ঠিক 2 বছর আগে যারা একসাথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছিল, তাদের আজ সংসারের জন্মদিন। তাদের একসাথে দেখা স্বপ্নের জন্মদিন। তাদের একসাথে আরো একশো বছর বেঁচে থাকার দিন। Husband Vs Wife এর আরও অনেক মিষ্টি লড়াই জারি রাখার দিন। আজ একটি ছেলে ও একটি মেয়ে'র স্বামী-স্ত্রী হয়ে ওঠার দিন। আজ 26শে ফেব্রুয়ারি, সঙ্গীত তিওয়ারি এবং সঞ্চারী মণ্ডলের বিয়ের দ্বিতীয় জন্মদিন।' (অপরিবর্তিত)
'অপুর সংসার'-এ একসঙ্গে কাজ করেছিলেন সঙ্গীত-সঞ্চারী। প্রেমের শুরু কী তখনই? সঞ্চারী বলছেন, 'অনেকেই বলেন, অপুর সংসার থেকে আমি আর সঙ্গীত প্রেম করছি, কিন্তু সত্যিই একেবারেই সেটা নয়। ওখানে কাজ করার সময় আমাদের আলাপ ছিল। সঙ্গীতকে দেখতাম ও ভীষণ গুছিয়ে, দায়িত্ব নিয়ে কাজ করত। কাজের দিক থেকে ওর ওপর ভরসা করতাম।'
কেবল সঞ্চারী নয়, তাঁর পরিবারেরও প্রিয় পাত্র সঙ্গীত। অভিনেত্রী বলেছিলেন, 'আমার মা সঙ্গীতকে ভীষণ ভালোবাসেন। আমার অভিনয়ে আসার পিছনে মায়ের অবদান প্রচুর। ওঁর পছন্দের গুরুত্ব রয়েছে সঞ্চারীর কাছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -