Save the Mothers: ছবির মোড়কে সামাজিক বার্তা দেবে 'সেভ দ্য মাদার্স', সুরের দায়িত্বে অনুপম, নচিকেতা, ইমন, তিমিররা
আগেই শেষ হয়েছিল ছবির শ্যুটিং। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির সমস্ত গানের রেকর্ডও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুভেন্দু দাস পরিচালিত ছবি 'সেভ দ্য মাদার্স'-ছবিতে গান গেয়েছেন অনুপম রায়, ইমন চক্রবর্তী, নচিকেতা চক্রবর্তী, তিমির বিশ্বাস ও তৃষা চট্টোপাধ্যায়।
এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন অনুপম রায়। এই ছবির মধ্যে একটি সামাজিক বার্তাও রয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অনুরোধ করেছেন সঙ্গীতশিল্পীরা।
এই ছবিতে অভিনয় করছেন, সায়ন ঘোষ, ইন্দ্রাণী সাহা, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, পার্থসারথি চক্রবর্তী, স্নেহা বিশ্বাস, সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানস দেব ও অন্যান্যরা।
ছবির গল্প এগোয় একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় পূজা। রাহুলের সঙ্গে প্রেমের এই সম্পর্ক মেনে নেয়নি পূজার পরিবার। রাহুলকে বিয়ে করে পরিবারকে থেকে পালিয়ে যায় পূজা। বিয়ের পর কয়েক মাস কেটে যাওয়ার পরেই অন্তঃসত্তা হয়ে পড়ে পূজা।
বেআইনিভাবে পূজার গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করা হয়। জানা যায়, একটি কন্যাসন্তানের জন্ম দিতে চলেছে পূজা। রাহুলের পরিবার চায় পূজার কোলে আসুক পুত্রসন্তান। নিজের একরত্তিকে রক্ষা করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায় পূজা। কীভাবে একজন একা মা বড় করে তুলবে তার একরত্তিকে। এই গল্পই উঠে আসবে ছবির পর্দায়।
ছবিতে পূজার ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী সাহা। পূজার বাবার ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। পূজার শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন রাজেশ শর্মা। শকুনের ভূমিকায় রয়েছেন পার্থসারথি চক্রবর্তী।
স্নেহা বিশ্বাস অভিনয় করেছেন ফুলির ভূমিকায়। সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন গ্রামের মোড়লের ভূমিকায়। সায়ন ঘোষ অভিনয় করেছেন গ্রামের মোড়লের ছেলের ভূমিকায়। মানস দেব অভিনয় করেছেন ডোম-এর ভূমিকায়।
কন্যাভ্রুণ হত্যা আইনের চোখে অপরাধ। আর সেই সচেতনতা গড়ে তুলতেই ফের পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে এই বিষয়কে।
যদিও এই বিষয় নিয়ে এর আগেও একাধিক ছবি বা ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে। এখন আইন করে এই গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করা হয়েছে। এরপরও একাধিক ঘটনার ক্ষেত্রে চোখে পড়ে নিয়ম লঙ্ঘনের ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -