একতা কপূরের বাড়িতে দিওয়ালির পার্টিতে বলি তারকাদের ঝলমলে উপস্থিতি
প্রতি বছরের মতো এবারও বলিউডের প্রযোজক একতা কপূরের বাড়িতে দিওয়ালির সেলিব্রেশনে উপস্থিত ছিলেন একাধিক তারকা , সেলিব্রিটিরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে একতা তাঁর বাড়িতে দিওয়ালির পার্টির আয়োজন করেছিলেন। সেখানে ছিলেন সলমন খান, কার্তিক আরিয়ান, সাক্ষী তনওয়ার সহ আরও অনেকে।
একতা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর দিওয়ালি পার্টির একাধিক ছবি শেয়ার করেছেন। স্ন্যাপগুলি পোস্ট করার সময় তিনি একটি দীর্ঘ পোস্টও করেছেন।
মৌনি রায়কে দেখা গেল একতাকে জড়িয়ে ধরতে। মৌনির টিভিতে সবচেয়ে বড় হিট টলি সিরিয়াল নাগিন। যার প্রযোজনা সংস্থা ছিল একতা কপূরের বালাজি টেলিফিল্ম।
রুপোলি রংয়ের শাড়িতে উজ্জ্বল উপস্থিতি ছিলে ভূমি পেডনেকরের।
বলিউডের ও টেলি সিরিয়ালের অনেক নতুন ও পুরনো মুখকে দেখা গিয়েছিল এই পার্টিতে।
'কসৌটি জিন্দেগি কে ২' খ্যাত অভিনেত্রী হিনা খানকে নীল রংয়ের লেহেঙ্গায় দারুণ লাগছিল।
মেরুন রংয়ের কুর্তায় বেশ হ্যান্ডসাম লাগছিল কার্তিক আরিয়ানকে। একতার প্রযোজনায় ফ্রেডিতে কাজ করেছেন তিনি।
কোভিড আবহে অনেকেই যদিও এই পার্টিতে আসতে পারেননি।
বলিউডের নতুন মুখদের সুযোগ দেওয়ার জন্য একতা কপূর সব সময় এগিয়ে এসেছেন। তাঁর হাত ধরেই রুপোলি পর্দায় অভিষেক হয়েছে অনেকের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -