রাত কেটেছে হোটেলের বাইরে, ছিল না খাবার কেনার টাকা, কঠিন পথ পেরিয়ে বলিউডে সফল অভিনেতারা
ছিল না কোনও গড ফাদার, কঠিন যুদ্ধে জিতে আজ বলিউডের স্টার তাঁরা। মুম্বইয়ে মার্শাল আর্টের শিক্ষক ছিলেন অক্ষয় কুমার। এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যাঙ্ককে থাকাকালীন মার্শাল আর্ট শেখাতেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর সেই মার্শাল আর্টই বদলে দিয়েছিল জীবন। বরাবরই মার্শাল আর্ট নিয়ে আগ্রহ ছিল তাঁর। বহু খেলায় তিনি হেরে গিয়েছিলেন বলেও জানিয়েছেন। কিন্তু উপার্জনের বিষয়ে সৎ ছিলেন অভিনেতা।
জাতীয় পুরষ্কার জয়ী অভিনেতা রাজকুমার রাও। কিন্তু মুম্বইয়ে আসা বা বলিউডে যাত্রা শুরু করা মোটেই সহজ ছিল না।
অভিনেতা বলেন, প্রথম দুবছর কোনও কাজ ছিল না। এমনকি খাবার কেনার মতো টাকাও ছিল না সেই সময়। মায়ের পাঠানো টাকায় কার্যত সংসার চলত।
বলিউড স্টার হওয়ার স্বপ্নে দিল্লি থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তাঁর তিন বন্ধু। নিজের কঠিন জীবনের কথা বলতে গিয়ে শাহরুখ খান বলেছিলেন, মুম্বই পৌঁছনোর পর খাওয়ার জন্য টাকাও ছিল না। ৫ তারা হোটেলের বাইরেই রাত কাটিয়েছিলেন তাঁরা।
বলিউড বাদশাহ জানান, পরের দিন সকালে ওই হোটেলের শৌচালয় পরিষ্কার করেন তাঁরা। এমনকী দিল্লি ফিরে যাওয়ার জন্য টাকাও ছিল না। স্থানীয় একটি জায়গায় দেড় হাজার টাকার বিনিময়ে ক্যামেরা বিক্রি করেন তিনি।
বর্তমানে সফল অভিনেতাদের নামের তালিকায় অন্যতম গোবিন্দ। কিন্তু বলিউডে অভিনয় জীবন শুরু করার পর পথ চলাটা মোটেই সহজ ছিল না।
জানা গিয়েছে, বলিউডে ডেবউয়ের পর ৩ থেকে ৪ বছর কোনও কাজ ছিল না গোবিন্দর। সেই সময় পাশে দাঁড়ান সলমন খান। পার্টনার ছবিতে অভিনয়ের অফার দেন ভাইজান।
সব প্রজন্মের কাছেই গ্রহণযোগ্য তিনি। নিজের অভিনয়ের দক্ষতায় মন জিতে নেন ৮ থেকে ৮০-র। কিন্তু এই যাত্রা মোটেই সহজ ছিল না। লোকসান থেকে জমি বাড়ি বিক্রি করে কার্যত শূন্য হয়ে গিয়েছিলেন বলিউডের শাহেনশাহ।
নিজের ব্লগে বিগ বি লিখেছিলেন, ২০০০ সালে নতুন শতাব্দী পালনে যখন সারা দেশ ব্যস্ত সেই সময় লোকসানের মুখে পড়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন কোম্পানি। সেই সময় ছিল না কোনও সিনেমা, কোনও টাকা। এমনকী বন্দক দিতে হয়েছিল তাঁর বাড়িও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -