Shruti Das: মায়ের হাতে হাত লাগিয়ে রান্না করলেন শ্রুতি, সঞ্চালনায় সুদীপা
সবুজ শাড়ি সাজ, হাতে রান্নার সরঞ্জাম। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। মায়ের সঙ্গে জি বাংলার অনুষ্ঠান 'রান্নাঘর'-এ অতিথি হয়ে এসেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে 'রান্নাঘর'-এ আসার খবর জানিয়েছিলেন শ্রুতি নিজেই। আজ সন্ধে সাড়ে ৫টাতেই দেখা যাবে এই বিশেষ পর্ব।
ছবি আপলোড করে ক্যাপশনে তিনি ধন্যবাদ জানিয়েছেন স্বর্ণেন্দু সমাদ্দারকেও। তাঁদের প্রেম নিয়ে কটাক্ষ আর কথোপাকথনের শেষ নেই। সমাদের চোখে যা বয়সের পার্থক্য, তাই যেন কাছাকাছি নিয়ে এসেছে তাঁদের।
শ্রুতি দাস (Shruti Das) আর স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu Samaddaar)। সোশ্যাল মিডিয়ায় চিরকালই প্রেম নিয়ে খোলামেলা শ্রুতি। সমাজের তোয়াক্কা তিনি করেননি কখনোই।
তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার। 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি।
ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি।
তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।
এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের মুখে পড়েও কখনওই থেমে থাকেননি নায়িকা। প্রতিবারই মুখের মত উত্তর দিয়েছেন সমালোচকদের। এমনকি সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর বিরুদ্ধে আইনের দ্বারস্থও হয়েছেন তিনি।
সদ্য 'মাসিভাত' এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, 'নিজের বোনপোকে মিমিভাত খাওয়ানোর মজাই আলাদা। সেইসঙ্গে সাফল্যও।
প্রথা ভাঙার আলাদাই আনন্দ। সবসময় কেই বা মামাভাত হবে? মা মাসিরাই তো খাওয়ায় রোজ বাচ্চাদের। বাবা বা মেসোমশাইরা কদাচিৎ।' শ্রুতির এই পোস্টকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -