Shreya Ghoshal Update: ৬ মাস পর প্রথমবার ছেলে দেবয়ানের স্পষ্ট ছবি সামনে আনলেন মা শ্রেয়া
ছয় মাস পূর্ণ করল খুদে দেবয়ান (Devyaan)। সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে আদুরে পোস্ট করলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন গায়িকা। ছবিতে মায়ের কোলে পুঁচকে দেবয়ান। হাসিমুখে পোজ দিয়েছে সে। ক্যাপশনে কী লিখলেন গায়িকা?
দেবয়ানের হয়ে শ্রেয়া লিখলেন, সকলে হাই। আমি দেবয়ান ও আমি আজ ৬ মাস পূর্ণ করলাম। বর্তমানে আমি আমার চারপাশের পৃথিবী অন্বেষণে, আমার প্রিয় গান শুনতে, সমস্ত ধরণের ছবির বই পড়তে, বোকা জোকসে উচ্চস্বরে হাসতে এবং আমার মায়ের সঙ্গে গভীর কথোপকথনে ব্যস্ত আছি।'
কেবল এটুকুই নয়, শ্রেয়া আরও লেখেন, 'মা-ই একমাত্র আমাকে বোঝে। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে ভালবাসা আর আশীর্বাদ পাঠানোর জন্য।'
গায়িকা শ্রেয়া ঘোষালের এই মিষ্টি ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেছেন বহু বলিউড তারকা। মন্দিরা বেদী, হর্ষদীপ কৌর, মিথিলা পালকর, শক্তি মোহন, বিদিতা বাগ সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন খুদে দেবয়ানকে।
দেবয়ানের জন্মের পর এই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করে নেন শ্রেয়া। তবে এই ছবিতে স্পষ্ট ছিল না দেবয়ানের মুখ।
এরপর একাধিকবার নিজের ও শিলাদিত্যের সঙ্গে দেবয়ানের ছবি ভাগ করে নিয়েছেন শ্রেয়া। তবে কোনও ছবিতেই স্পষ্ট করে দেখা যায়নি দেবয়ানের মুখ।
দেবয়ানের ছবি নিে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিলই। ৬ মাস পর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের কোলে চড়ে প্রথমবার সরাসরি ক্যামেরার সামনে এল দেবয়ান।
দেবয়ান জন্মের পর ছোট ছোট একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রেয়া। প্রত্যেক ছবির সঙ্গেই লিখেছেন মিষ্টি আর আবেগমাখা লেখা।
ছোট্ট দেবয়ানকে নিয়ে ভালোই সময় কাটছে শ্রেয়া ও শিলাদিত্যর। দুজনেই কাজ করছেন চুটিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -