Sohail Khan Birthday: একছাদের নীচে থাকেন না স্ত্রী, বরাবরই প্রচারের আলো থেকে দূরে সলমনের এই ভাই
পরিচালক থেকে অভিনয়ে এসেছিলেন। কিন্তু ক্যামেরার পিছনেই থাকাই পছন্দ সলমন খানের ছোট ভাই সোহেল খানের। তিন ভাইয়ের মধ্যে ছোট হলেও, তাঁর কাঁধেই দায়দায়িত্ব বেশি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসলমনকে নায়ক করে 'প্যায়ার কিয়া তো ডরনা ক্য়ায়া', 'জয় হো'-র মতো ছবি বানিয়েছেন। 'ম্য়ায়নে দিল তুঝকো দিয়া', 'কৃষ্ণা কটেজ'-এর মতো ছবিতে অভিনয়ও করেছেন। কিন্তু নায়ক হতে পারেননি।
দাদার চাপে মাঝেমধ্যে ইতিউতি মুখ দেখালেও, প্রচার থেকে দূরে থাকাই পছন্দ সোহেলের। বিদেশে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে তাঁর সংস্থা। এ ছাড়াও সেলিব্রিটি ক্রিকেট লিগের অন্যতম হর্তাকর্তা তিনি।
চিত্রনাট্যকার সেলিম খান বাবা, অভিনেত্রী হেলেন সৎ মা এবং দাদা সলমন সুপারস্টার হলেও, সোহেল একেবারেই মুখচোরা। দাদা আরবাজের মতো সোশ্যাল মিডিয়া স্যাভিও নন।
বাড়ি থেকে পালিয়ে আর্য মন্দিরে ফ্যাশন ডিজাইনার সীমা সচদেবকে বিয়ে করেন সোহেল। তাঁদের প্রেমের কাহিনী হার মানায় সিনেমার গল্পকেও।
সোহেল এবং সীমার দুই সন্তান, নির্বাণ এবং ইয়োহান। কিন্তু আইনি বিচ্ছেদ না হলেও, সোহেল এবং সীমা একছাদের নীচে থাকেন না। তবে সীমার দাবি, তিনি চিরকাল সোহেলকে ভালবেসে যাবেন। একসঙ্গে না থাকলেও, তাঁরা এক পরিবার।
বড় ছেলে নির্বাণ বিদেশে পড়াশোনা করে। ছুটিতে এলে বাবা সোহেলের সঙ্গেই থাকে সে। ছোট ছেলে ইয়োহান সীমার সঙ্গে থাকে। তবে সোহেলেরও নিয়মিত যাতায়াত আছে সীমার বাড়িতে।
শোনা যায়, হুমা কুরেশির সঙ্গে সোহেলের ঘনিষ্ঠতা না মানতে পেরেই আলাদা থাকতে শুরু করেন সীমা। বিচ্ছেদের প্রক্রিয়াও শুরি করেন তিনি। কিন্তু তাতে হস্তক্ষেপ করেন সলমন। তাই আলাদা থেকে সম্পর্ক আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন সোহেল এবং সীমা।
দুই দাদার ব্যস্ততায় পরিবারের যাবতীয় কাজকর্ম এবং নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন সোহেল। তবে কখনও কোনও কিছুর কৃতিত্ব দাবি করতে দেখা যায় না তাঁকে। মানসিক ভাবে বাকিদের চেয়ে পরিণত সোহেল ব্যাকফুটে থাকতেই পছন্দ করেন বলে জানান তাঁর বাবা সেলিম।
ইদানীং ছবি করা অনেক কমিয়ে দিয়েছেন সোহেল। ব্যক্তিগত জীবনের ওঠাপড়াই তার জন্য দায়ী কি না, তা যদিও স্পষ্ট নয়। তবে দাদার সঙ্গে কাজ করাই সবচেয়ে পছন্দ তাঁর।
নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে 'ফ্রিকি আলি' ছবিটি পরিচালনা করেন সোহেল। ছবিটি প্রশংসিত হলেও, সাফল্য পায়নি বক্সঅফিসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -