Sonakshi Sinha: বিয়েতে আসতে হলে আমন্ত্রিতদের মানতে হবে একাধিক নিয়ম, তালিকা তৈরি করে পাঠালেন সোনাক্ষী
চর্চায় অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। শোনা যাচ্ছে, রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসলে চলেছেন তিনি। পাত্র জাহির ইকবাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যাচ্ছে, ভিন্ন ধর্মে বিয়ে বলে নাকি এই বিয়েতে রাজি নন সোনাক্ষীর পরিবার। তাঁর বিয়ে নিয়ে মুখও খোলেননি পরিবারের কেউই, এমনকি শত্রুঘ্ন সিহনাও।
তবে সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে ভেসে উঠেছিল সোনাক্ষীর 'ব্যাচেলরেট' পার্টির বিভিন্ন দৃশ্য। সেখানে হাজির ছিলেন সোনাক্ষীর বোনও।
সোনাক্ষীর বিয়ের আয়োজন হয়েছে বান্দ্রায় তাঁর নিজের বাড়িতেই। অতিথির সংখ্যা কম বলেই নিজের বাড়িতে বিয়ের আয়োজন করেছেন সোনাক্ষী।
শোনা যাচ্ছে, ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এর আগে আয়োজন রয়েছে গায়ে হলুদ, মেহেন্দির মতো সমস্ত অনুষ্ঠানই
সোনাক্ষীর বিয়ের থিম হবে অন্যরকম। থাকবে না চিরাচরিত হলুদ, গোলাপি, লালের ছোঁয়া। বিয়ের পোশাকও হবে আলাদা রকমের।
যে নিমন্ত্রণের কার্ড ভাইরাল হয়েছে, সেখানে অতিথিদের অনুরোধ করা হয়েছে, কেউ যেন লাল পোশাক না পরে আসেন। ফরম্যাল পোশাক পরতে বারণ করা হয়েছে অতিথিদের।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি বিয়ের মেনু বা অন্যান্য বিষয়। সোনাক্ষীর বাড়িতেই বসবে বিয়ের মণ্ডপ, সাজিয়ে তোলা হবে বিশেষ থিমে।
শোনা যাচ্ছে, বিয়েতে আমন্ত্রিত মাত্র ৫০ জন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের মানুষেরা। বলিউডে কেউই প্রায় বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে, শোনা যাচ্ছে বিয়েতে সীমিত অতিথি তালিকা রাখলেও, বিশাল বড় করে রিসেপশন করবেন সোনাক্ষী। বলিউডের সমস্ত বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চান সোনাক্ষী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -