Sonu Sood Birthday: পর্দার ভিলেন থেকে বাস্তবের হিরো সোনু সুদ, কেমন ছিল তাঁর জার্নি
আজ বলিউড অভিনেতা সোনু নিগমের জন্মদিন। নাগপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন তিনি। তারপর পাড়ি দেন মুম্বইয়ে। ১৯৯৬ সালে মুম্বই এসে সোনু সুদ ঠিক করেন কেরিয়ার গড়বেন সিনেমার জগতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বই আসার পরই বিয়ে করেছিলেন সোনু সুদ। সেই সময় ছিল না স্থায়ী রোজগার। রীতিমতো স্ট্রাগল করছিলেন তিনি। প্রায় তিন বছর লড়াইয়ের পর অবশেষে বলিউডে কেরিয়ার শুরু হয় তাঁর।
'দাবাং', 'সিং ইজ কিং', 'যোধা আকবর' 'আর রাজকুমার'- এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সোনু সুদকে। একাধিক দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি।
বড়পর্দায় বেশিরভাগ ক্ষেত্রেই সোনু সুদকে দেখা গিয়েছে ভিলেনের অর্থাৎ খলনায়কের চরিত্রে। তবে বাস্তবে তিনি আমজনতার দরবারে 'হিরো'।
করোনাকালে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য সোনু সুদ যা সাহায্য করেছেন তা সকলেরই জানা। পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করা, এয়ার লিফট করে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনা- সবক্ষেত্রেই 'মসিহা' ছিলেন একজন। তিনি সোনু সুদ।
২০০৪ সালে রিলিহ হওয়া ছবি 'যুবা' ছবি সোনু সুদের কেরিয়ারের বড় ব্রেক। মণি রত্নম পরিচালিত এই ছবিতে নজর কেড়েছিলেন সোনু। এরপর আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।
প্রাথমিক ভাবে মুম্বইয়ে পা রাখলেও বলিউডের আগে দক্ষিণী ছবির জগতেই অভিষেক হয়েছিল তাঁর। তেলুগু ছবি Kallajagaar- তে দেখা গিয়েছিল তাঁকে। এর তিন বছর পর সুযোগ পান 'যুবা'- তে।
বড় পর্দায় ভগৎ সিংয়ের চরিত্রেও অভিনয় করেছেন সোনু সুদ। ভিলেন ছাড়া অন্যান্য চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি কমেডি চরিত্রেও অভিনয় করেছেন সোনু সুদ। স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গেও।
সমাজসেবার পাশাপাশি নানা ধরনের জনসেবামূলক কাজ করে থাকেন সোনু নিগম। করোনার সময় তাঁর মুম্বইয়ের হোটেলে কোয়ারেন্টাইন সেন্টার ও বানিয়েছিলেন।
সোনু সুদের পোষ্যপ্রেমের নজিরও পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। মাঝেমাঝেই শেয়ার করেন পোষ্যদের সঙ্গে কাটানো বিভিন্ন মিষ্টি মুহূর্তের ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -