Sreejita De: লাল বেনারসি, শোলার মুকুট আর সিঁদুরদান.. স্বপ্নের বিয়ে সারলেন শ্রীজিতা
ফের বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেত্রী শ্রীজিতা দে। বাঙালি হলেও এই অভিনেত্রীর কর্মক্ষেত্র মুম্বই। গোয়াতেই বসেছিল বিয়ের আসর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগেই আইনি বিয়ে সেরেছিলেন শ্রীজিতা। দীর্ঘদিনের প্রেমিক মাইকেলের সঙ্গে আইনি বিবাহ সেরে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। বিয়ে হয়েছিল খ্রীস্টান পদ্ধতিতেও।
কিন্তু বাঙালি মেয়ের বিয়ে কি আর লাল বেনারসি, টোপর ছাড়া জমে। তাই গোয়ায় এক্কেবারে বাঙালি মতে ফের মাইকেলের গলাতেই মালা দিলেন শ্রীজিতা।
বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি পরেছিলেন শ্রীজিতা। মাথায় শোলার মুকুট, সিঁথি ভরা সিঁদুরে। মাইকেলই এদিন সিঁদুরদান করেন।
অন্যদিকে মাইকেল সেজেছিলেন শেরওয়ানিতে। মাথায় পরেছিলেন টোপর। মাইকেল যেন একেবারে বাঙালি বর।
সমস্ত রীতিনীতি মেনেই বিবাহ করলেন শ্রীজিতা ও মাইকেল। তবে সবকিছুই বাঙালি নিয়ম। পান পাতায় মুখ ঢেকে বিয়ের আসরে এলেন শ্রীজিতা
সমুদ্রতটে বসেছিস স্বপ্নের বিয়ের সেই আসর। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছে শ্রীজিতা
বিয়ের পরে স্বামীর সঙ্গেই থাকছিলেন শ্রীজিতা। তবে এবার শুরু হল তাঁদের জীবনের নতুন অধ্যায়। বাঙালি রীতি মেনে তাঁরা বাঁধা পড়লেন সাত পাকে।
শ্রীজিতা এই ছবিগুলি শেয়ার করে নিয়ে লিখেছেন, 'আজীবনের জন্য এই দিনটাকে মনে রাখব। চিরকালের জন্য তোমার হয়ে গেলাম'
সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির এই ছবিতে ভালবাসা ও আশীর্বাদ উজাড় করে দিয়েছেন নেটিজেনরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -