Sridevi: চলে গিয়েও রয়ে গিয়েছেন তিনি, মেয়েদের শিক্ষায় অভাবনীয় পদক্ষেপ, খবরের শিরোনামে শ্রীদেবীর এই ছবি
কত নায়িকা এসেছেন, কত বিস্মৃত হয়ে গিয়েছেন। কিন্তু তাঁর বিকল্প হতে পারেননি কেউ। বলিউডের প্রথম সুপারস্টার নায়িকার শিরোপা এখনও জড়িয়ে তাঁর নামের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচার বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেলেও তাই, আজও সমান জনপ্রিয় শ্রীদেবী। এ বার তাঁর সাফল্যের মুকুটে আরও একটি পালক জুড়তে চলেছে।
অভিনয় থেকে দীর্ঘ দিন দূরে থাকার পর ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে কামব্যাক করেন শ্রীদেবী। এ বছর ১০ অক্টোবর ১০ বছরে পূর্তি ওই ছবি মুক্তির।
তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন ছবির কলাকুশলীরা। সেখানে ছবিতে শ্রীদেবীর পরিহিত শাড়ি নিলামে তোলা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক গৌরী শিন্দে।
গৌরী জানিয়েছেন, ছবিতে যে যে শাড়ি পরেছিলেন শ্রীদেবী, সেগুলি যত্ন করে রেখে দিয়েছেন তিনি। সেগুলিই নিলামে তোলা হবে।
গৌরী বলেন, “ছবির প্রদর্শনী রাখছি আমরা। ছবি নিয়ে আলোচনাও রয়েছে। তার পর শাড়িগুলি নিলামে তোলা হবে, যেগুলি এতদিন সামলে রেখেছিলাম আমরা।”
গৌরী জানিয়েছেন, ওই শাড়ি বিক্রির টাকা মেয়েদের শিক্ষাখাতে দান করা হবে। গার্লস এডুকেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হবে শাড়ি বিক্রির টাকা।
‘জুদাই’ ছবিতে অভিনয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন শ্রীদেবী। তার পর দীর্ঘ ১৫ বছর অভিনয় থেকে দূরে ছিলেন। গৌরীই তাঁকে রাজি করান ফিরতে।
মূল চরিত্রে ‘মম’ ছবিতেই শেষ বার দেখা যায় শ্রীদেবীকে। তাঁর মৃত্যুর পর মুক্তি পায় শাহরুখ খানের ‘জিরো’। তাতে অতিথিশিল্পী হিসেবে দেখা যায় তাঁকে।
২০১৮-র ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ের হোটেলে হাথটবে ডুবে মৃত্যু হয় তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -