Tollywood Film: 'সত্যি বলে সত্যি কিছু নেই' এই সমাজেরই একটা চিত্র: সৃজিত

২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত মাল্টিস্টারার এই ছবি। 'সত্যি বলে সত্যি কিছু নেই'। আজ হয়ে গেল সেই ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
'সত্যি বলে সত্যি কিছু নেই'.. নাকি সত্যিটাকে আদৌ ধরাই যায় না। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র এই ছবি তৈরি হয়েছে 'রুকা হুয়া এক ফয়সালা'- গল্পের আদলে।

২৩ জানুয়ারি, ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবিটি। ছবিটিতে মোট ১২ জন নামজাদা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন।
এই ছবিতে উল্লেখ করা হয়েছে এমন একটি মামলার কথা, যে মামলায় ১২ জনের মতামত বদলে দিতে পারে সেই মামলার মোড়।
তবে তার মধ্যে একজন রয়েছেন, যাঁর মতামত সবার থেকে আলাদা। সেই চরিত্রেই দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
বিচারক প্রশ্ন করছেন একটি ছেলের বিষয়ে। যেখানে তিনি প্রশ্ন করছেন কার কার মনে হয় ছেলেটি খুনি, সেখানে সবাই হাত তুলছেন। কেবল হাত তুলছেন না পরমব্রত। আর যখন বিচারক প্রশ্ন করেন কার কার মনে হয় ছেলেটি নির্দোষ, তখন হাত তোলেন পরমব্রত। একা। কী সেই মামলা.. সত্যিই কী সত্যি বলে কিছু নেই? সেই উত্তরই দেবে সৃজিতের সিনেমা।
'রুকা হুয়া এক ফয়সালা' ছবিটি থেকেই এই সিনেমার প্রেক্ষাপট নেওয়া হয়েছে। গল্পও বোনা হয়েছে সেই আদলেই।
গল্পের চরিত্রগুলির মধ্যে রয়েছেন ঋত্বিক, পর্দায় যাঁর চরিত্রের নাম হবে সুমিত। পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম সত্য।
অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় করবেন রূপার চরিত্রে। অর্জুন চক্রবর্তী অভিনয় করবেন কৌশিকের চরিত্রে।
ফাল্গুনী চট্টোপাধ্যায় অভিনয় করবেন হাবুলের ভূমিকায়। কাঞ্চন মল্লিককে দেখা যাবে তাপসের ভূমিকায়। এই ছবিটিতে উঠে আসবে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা।
এই ছবি নিয়ে সৃজিত মুখোপাধ্যায় বলছেন, 'প্রত্যেকটা চরিত্র এখানে আলাদা। প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা গভীরতা রয়েছে। আজ ট্রেলারটা দেখে ভীষণ ভাল লাগছে আমার নিজেরই, গর্ব হচ্ছে, সঙ্গে সঙ্গে চিন্তাও'।
সৃজিত বলছেন, 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এই সমাজেরই একটা চিত্র। আশা করি মানুষের এই ছবিটা দেখে ভাল লাগবে'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -