Rani Mukerji Daughter Birthday: রানি মুখোপাধ্যায়ের মেয়ে আদিরার জন্মদিনে ''চিল্লার পার্টি''
রানি মুখোপাধ্যায়ের মেয়ে আদিরার জন্মদিন পালন হয়ে গেল সম্প্রতি। তার জন্মদিনে স্টার কিডদের ভিড় ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাহরুখ খানের ছেলে আব্রাম খান, করণ জোহরের ছেলে ও মেয়ে এসেছিল এই পার্টিতে।
করণ জোহর তাঁর ২ সন্তান যশ ও রুহিকে নিয়ে এসেছিলেন। রানির বাড়ি থেকে বেরােনোর সময় ক্যামেরাবন্দি হন তিনি।
করণের সঙ্গে রানির বন্ধুত্ব অনেকদিনের। করণের ছবি কভি আলবিদা না কেহনা, কুছ কুছ হোতা হে-তে অভিনয় করেছেন রানি।
বলিউডে শুরুর দিকে করণের ছবিতে কাজ করেছেন রানি। বি টাউনের অন্য়তম জনপ্রিয় অভিনেত্রী তিনি।
তুষার কপূরের ছেলে লক্ষ্য কপূর ক্যামেরার দিকে তাকিয়ে ছিল অপলকভাবে। আদিরার জন্মদিন দারুণভাবে উদযাপন করল খুদেরা।
২০১৫ সালের ৯ নভেম্বর রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার কন্যা সন্তান হয়। আদিরার এটি ছিল ষষ্ঠ জন্মদিন।
সোশ্য়াল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করা থেকে বিরত রয়েছেন এই তারকা দম্পতি।
রানি এই মুহূর্ত বলিউড থেকে বিরতি নিয়েছেন। পরিবার ও মেয়েকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -